এখনই জামিন পেলেন না স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল তাঁর জামিন মামলার শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ জামিন চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন। বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে চলছে সেই আর্জির শুনানি। তবে শুক্রবার শুনানি থাকলে বিচারপতি ভাট্টির বেঞ্চ জানায়, আগামী তিন সপ্তাহ পরে ওই মামলার শুনানি হবে।
নিয়োগ মামলার তদন্তে নেমে ২০২২ সালের সেপ্টেম্বরে সুবীরেশকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সে সময় তিনি ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিবিআইয়ের যুক্তি ছিল, যে সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময়ে সুবীরেশই এসএসসির চেয়ারম্যান ছিলেন। আরও অভিযোগ, প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপিতে তিনিই প্রধান ভূমিকা নেন।
অতীতেও সুবীরেশ জামিনের আবেদন করেছেন। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরোধিতা করে। তাদের দাবি ছিল, এসএসসির চেয়ারম্যানপদ থেকে ইস্তফা দিলেও তাঁর প্রভাব ছিল যথেষ্ট। তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। এমনকি, গ্রেফতারির সময় তিনি দার্জিলিং হিল্স বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন। শুধু তা-ই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন তিনি।
আরও পড়ুন:
গত শুনানিতে সুবীরেশের আইনজীবী আদালতে জানান, অভিযুক্ত দু’বছর পাঁচ মাস জেলে রয়েছেন। অন্য অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। সেই যুক্তি শোনার পর সুবীরেশের জামিনের আবেদনের ভিত্তিতে সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। তবে শুক্রবার শীর্ষ আদালত এই মামলার শুনানি আরও তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল।