ইডি ও সিবিআইয়ের মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের (কালীঘাটের কাকু) চূড়ান্ত জামিন মঞ্জুর করল বিচার ভবনের সিবিআই বিশেষ আদালত। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণের সিবিআইয়ের মামলায় অন্তবর্তিকালীন জামিন মঙ্গলবারই মঞ্জুর করেছিল কলকাতা হাই কোর্ট। ইডির মামলায় তাঁর শর্তাধীন জামিন হাই কোর্ট গত বছর ৬ ডিসেম্বর মঞ্জুর করেছিল। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে থাকায় বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে ইডির মামলায় চূড়ান্ত জামিনের আবেদন আর করেননি সুজয়কৃষ্ণ।
হাই কোর্টের বিচারপতির মঙ্গলবারের নির্দেশ অনুযায়ী, বেহালায় নিজের বাড়িতেই সিবিআইয়ের নজরদারিতে থাকতে হবে প্রবীণ অভিযুক্তকে। সুজয়কৃষ্ণের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে বলে সিবিআই সূত্রের দাবি। সুজয়কৃষ্ণের আইনজীবী সোমনাথ সান্যাল বলেন, “হাই কোর্টের নির্দেশ অনুযায়ী সুজয়কৃষ্ণের দু’টি মোবাইল নম্বর সিবিআইকে দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁর পাসপোর্ট বিশেষ আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র আইনজীবী, ডাক্তার ও কাছের আত্মীয় ছাড়া আর কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না সুজয়কৃষ্ণ। সপ্তাহে এক দিন বেহালা থানার ওসির সঙ্গে তাঁকে দেখা করতে হবে। শারীরিক অসুস্থতায় নির্দিষ্ট দু’টি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন সুজয়কৃষ্ণ।”
আদালত সূত্রের খবর, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ইডির মামলায় ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ড এবং পাঁচ লক্ষ টাকার এক জন জামিনদার বিশেষ আদালতে পেশ করা হয়েছে। এ ছাড়া, হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের মামলায় ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা পড়েছে এবং ১০ হাজার টাকার জামিনদার পেশ করা হয়েছে। বিশেষ আদালতের বিচারক এর পরেই চূড়ান্ত জামিন মঞ্জুর করেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)