Advertisement
০৩ নভেম্বর ২০২৪
SUCI

গ্যাস, কৃষি বিল নিয়ে বিক্ষোভ-ধর্না

রাজভবনের সামনে এসইউসি-র বিক্ষোভ। নিজস্ব চিত্র।

রাজভবনের সামনে এসইউসি-র বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৪:২৫
Share: Save:

রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে দফায় দফায়। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল এসইউসি। রাজভবনের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখাল তারা। এরই পাশাপাশি কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ধর্মতলায় লেনিন মূর্তির নীচে দু’দিনের ধর্না-অবস্থান চালাল এসইউসি-র ‘কিষান ক্ষেতমজদুর সংগঠন’ (এআইকেকেএমএস)। ধর্না-মঞ্চে সংহতি জানাতে হাজির ছিল বিদ্যুৎ গ্রাহক সংগঠন (অ্যাবেকা), মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস), এনআরসি-বিরোধী নাগরিক কমিটি, ডিএসও, ডিওয়াইও, এআইইউটিইউসি এবং আরও নানা সংগঠন ও সাংস্কৃতিক গোষ্ঠী। এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান বলেন, ‘‘আমাদের কৃষক সংগঠন জেলায় জেলায় ধর্না, বিক্ষোভ, অবস্থান, অবরোধের মাধ্যমে আন্দোলনে রয়েছে। আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’’

অন্য বিষয়গুলি:

SUCI Farmer Bill 2020 LPG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE