Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৪
Flood Situation in West Bengal

বন্যা মোকাবিলায় খরচের আবেদন

এসইউসি-র অভিযোগ, ডিভিসি ও রাজ্যের-র নানা বাঁধ সংস্কার এবং বিভিন্ন নদীগুলির ড্রেজ়িংয়ে খামতি রয়েছে। এখনও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান।

জলমগ্ন হাওড়া।

জলমগ্ন হাওড়া। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩০
Share: Save:

পুজো কমিটিগুলির জন্য বরাদ্দ ৮৫ হাজার টাকা অনুদান বন্যা মোকাবিলায় ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল এসইউসি। মুখ্যমন্ত্রীকে এই মর্মে বৃহস্পতিবার চিঠিও দিয়েছে তারা। এসইউসি-র অভিযোগ, ডিভিসি ও রাজ্যের-র নানা বাঁধ সংস্কার এবং বিভিন্ন নদীগুলির ড্রেজ়িংয়ে খামতি রয়েছে। এখনও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। এই পরিস্থিতিতে ডিভিসি ‘অপরিকল্পিত’ ভাবে জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য, “মানুষ অবর্ণনীয় অবস্থায় রয়েছেন। পুজো কমিটিগুলিকে বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করে তা বাঁধ সংস্কারে ও বন্যাত্রাণে খরচ করা হোক।” এই সূত্রেই দলের তরফে এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ২০১১-য় রাজ্যে পালাবদলের আগে অনুদান ছাড়াই জনসাধারণের উদ্যোগে দুর্গা পুজো হত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

flood DVC West Bengal Mamata Banerjee SUCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE