ফাইল চিত্র।
বকেয়া পুরভোট নিয়ে এ বার রাজ্যের উপরে পাল্টা চাপ দিল বিজেপি। আলিপুরদুয়ারে রবিবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা পুর-নির্বাচন আগে চাইছি।’’
রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন বকেয়া রয়েছে। সম্প্রতি সেগুলি দ্রুত সেরে ফেলার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এ দিন পুরভোটের কথা টেনে দিলীপবাবু বলেন, ‘‘দুই বছর যে পুর-নির্বাচন হয়নি, তার জবাব কে দেবে? উপ-নির্বাচন আমাদের হাতে নেই। ওটা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। পুর-নির্বাচন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে।’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘উনি ( মুখ্যমন্ত্রী) কেন করাচ্ছেন না? ভয় পাচ্ছেন বিজেপিকে? করে দেখুন!’’
উপ-নির্বাচনের পরই তো পুর-নির্বাচন হবে বলে সরকারের তরফে বলা হচ্ছে। দিলীপের উত্তর, “যদি না হয়? পদত্যাগ করবেন?” এর পরেই তাঁর সংযোজন, “আমার হাতে থাকলে দুটো নির্বাচনই আমি করাতাম। উপ-নির্বাচনও করাতাম, পুর-নির্বাচনও করাতাম। দিদির হাতে রয়েছে পুর- নির্বাচন। উনি করাচ্ছেন না। দুই বছর ধরে প্রতিনিধি নেই। লোকের কষ্ট হচ্ছে। আর উনি ছয় মাস থাকতে পারছেন না!’’ মুখ্যমন্ত্রী অবিলম্বে বিধানসভার উপনির্বাচন চাইছেন কিন্তু দীর্ঘ দিন ধরে বহু পুরসভার ভোট কেন বকেয়া রয়েছে, সেই প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেন, ‘‘পুরভোট না হলে কাজ করে প্রশাসকমণ্ডলী। বিধায়কদের ক্ষেত্রে তেমন ব্যবস্থা নেই। বিজেপি নেতারা এ সব জানেন না!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy