Advertisement
২২ নভেম্বর ২০২৪
West Bengal Panchayat Election 2023

মোট ৬৯৬ বুথে সোমবার পঞ্চায়েতের পুনর্নির্বাচন, প্রতি বুথে থাকবে ‘এক সেকশন’ কেন্দ্রীয় বাহিনী

শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার ছিল স্ক্রুটিনির দিন। কোন কোন বুথে যথাযথ ভাবে ভোট হয়নি, সেখানে আবার ভোট করানোর দরকার কি না, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়।

An image representing election

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ২১:৫২
Share: Save:

রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যে আবার ভোট হবে ৬৯৬টি বুথে। রবিবার রাত সাড়ে ৯টার সময় এই তথ্য জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার ছিল স্ক্রুটিনির দিন। কোন কোন বুথে যথাযথ ভাবে ভোট হয়নি তা দেখে আবার সেখানে ভোট করানোর দরকার আছে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রবিবার বিভিন্ন জেলা থেকে সেই সংক্রান্ত আসতে বেশ দেরিই হয় কমিশনের কাছে। রাত ৯টা নাগাদ প্রায় ১৭টি জেলার তথ্য হাতে এলেও বাকি ছিল কোচবিহার এবং উত্তর দিনাজপুর। সাড়ে ৯টা নাগাদ সেই তথ্য আসে। কমিশনের তরফেও পুনর্নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানানো হয় দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি ১৯টি জেলার ৬৯৬টি বুথে ভোট গ্রহণ হবে।

এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদে। ভোটের দিন যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। সোমবার এই জেলারই সবচেয়ে বেশি বুথে আবার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ। ঘটনাচক্রে ভোটের দিন মৃত্যুর সংখ্যাতেও মুর্শিদাবাদের পরেই রয়েছে এই জেলা। শনিবার সেখানে তিন ভোট ঘিরে হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়।

রবিবার বিকেলেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, পুনর্নির্বাচন হলে, তা সোমবারই হবে। আর তা হবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। প্রতি বুথে হাফ সেকশন বাহিনী থাকবে। রাজ্যের কাছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অভাব নেই। পরে, বিএসএফ বাহিনীর সংখ্যা আরও বাড়িয়েছে। তারা জানিয়েছে, প্রতি বুথে হাফ সেকশন বাহিনীর বদলে এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান মোতায়েন থাকবে।

কোন কোন জেলায় মোট কত বুথ ছিল, আর তার মধ্যে কত বুথে আবার সোমবার ভোট নেওয়া হবে, তার তালিকা দেওয়া রইল নীচে।

জেলা ————— মোট বুথ ————— পুনর্নির্বাচন

কোচবিহার———— ২৩৮৫ ———————— ৫৩

আলিপুরদুয়ার ———১২১২ ————————— ১

জলপাইগুড়ি————১৬৬০ ———————— ১৪

উত্তর দিনাজপুর——— ২১২৬ ————————৪২

দক্ষিণ দিনাজপুর——— ১২২৩ ——————— ১৮

মালদহ——————— ৩০৩৫ ———————১০৯

মুর্শিদাবাদ—————— ৫৪৩৮ ———————১৭৫

নদিয়া————————৩৮৯৬ ———————৮৯

উত্তর ২৪ পরগনা ——— ৪৫৩২ ———————৪৬

দক্ষিণ ২৪ পরগনা——— ৬২২৬——————— ৩৬

হুগলি———————— ৩৮৫১ ——————— ২৯

হাওড়া ————————৩০৩১ ——————— ৮

পূর্ব মেদিনীপুর —————৪১২৮———————৩১

পশ্চিম মেদিনীপুর————৩৮৬৭ ——————১০

ঝাড়গ্রাম ————————১০৪৫—————হবে না

পুরুলিয়া————————২৪০৫—————— ৪

বাঁকুড়া ———————— ৩১০০ —————— ৮

পূর্ব বর্ধমান———————৩৯৩৩——————৩

পশ্চিম বর্ধমান—————— ৯৯৮—————— ৬

বীরভূম—————————২৭৬৮——————১৪

দার্জিলিং—————————৫১৪—————— হবে না

কালিম্পং———————— ২৬৩—————— হবে না

মোট————————— ৬১,৬৩৬————— ৬৯৬

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Election 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy