Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Basudeb Acharia

Sukanta Majumdar: বাসুদেবকে হারানো ‘ভুল’, বিতর্কে সুকান্ত

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান, পুরভোটের মুখে সংগঠন শক্তিশালী করতে সিপিএমের একাংশের সমর্থন আদায়ের চেষ্টা করছে বিজেপি।

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৭:১১
Share: Save:

বাসুদেব আচারিয়াকে হারানো ভুল হয়েছিল বাঁকুড়ার মানুষের, শনিবার দলের কর্মসূচিতে বাঁকুড়ায় গিয়ে প্রাক্তন সিপিএম সাংসদকে নিয়ে এমন মন্তব্য করে কার্যত বিতর্ক উস্কে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “তৃণমূলের কথায় বাঁকুড়ার মানুষ বাসুদেববাবুর মতো মানুষকে হারিয়ে এক নায়িকাকে জিতিয়েছিলেন। বাসুদেববাবুর মতো মানুষকে হারানো ভুল হয়েছিল।’’ তাঁর সংযোজন, “বাসুদেববাবু অন্য রাজনৈতিক দল করতে পারেন। তবে ব্যক্তিগত জীবনে সততার সঙ্গে যাঁরা কাজ করেন, আমরা তাঁদের সম্মান করি।’’ বাসুদেব বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে বলেন, ‘‘বাঁকুড়ার মানুষই আমাকে তাঁদের সমস্যা সমাধানের আশায় ন’বার সাংসদ নির্বাচিত করেছিলেন। সাধ্যমতো চেষ্টা করেছি।’’

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান, পুরভোটের মুখে সংগঠন শক্তিশালী করতে সিপিএমের একাংশের সমর্থন আদায়ের চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের কথায়, “তলে-তলে বাম ও রামের জোট যে রয়েছে, তা বহু আগে থেকেই আমরা বলছিলাম। ধীরে-ধীরে সেটা প্রকাশ্যে আসছে।’’ পক্ষান্তরে, সিপিএমের রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়ের মন্তব্য, “কেন্দ্রে বিজেপি-বিরোধী জোট ভাঙতে তৃণমূল যে ভূমিকা নিচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে, বিজেপির প্রকৃত বন্ধু কে!’’

অন্য বিষয়গুলি:

Basudeb Acharia CPM BJP Sukanta Majumdar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE