Advertisement
০৩ নভেম্বর ২০২৪
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ০৯:১২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৭:৪৪ key status

পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজত

ইডির দাবি মেনে পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পার্থকে রাখা হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে। অন্য দিকে, অর্পিতাকে রাখা হবে আলিপুর মহিলা সংশোধনাগারে। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৫:৪৫ key status

রায় আপাতত স্থগিত রাখা হল

পার্থ ও অর্পিতার মামলায় রায়দান আপাতত স্থগিত রাখল আদালত। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৫:৪৩ key status

নয়া সংস্থার হদিস!

আদালতে ইডির পক্ষ থেকে জানানো হয় যে, এমএস অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। যার শেয়ার হস্তান্তর করা হয়েছে পার্থ ও অর্পিতার আত্মীয়দের মধ্যে। ওই সংস্থার যে ঠিকানা নথিভুক্ত করা হয়েছে, তা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায়।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৫:৪০ key status

পার্থ-অর্পিতার জেল হেফাজতের আবেদন ইডির

পার্থ-অর্পিতাকে জেল হেফাজতে নিয়ে জেরা করতে চায় বলে আদালতে জানাল ইডি। ৫০টির উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানাল তদন্তকারী সংস্থা। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৫:৩৪ key status

‘নিরাপত্তাহীনতায় ভুগছেন অর্পিতা’

অর্পিতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতে জানালেন তাঁর আইনজীবী। অর্পিতাকে খাবার ও জল দেওয়ার আগে যাতে তা পরীক্ষা করে দেখা হয়, সেই আর্জি জানানো হল।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৫:২৯ key status

‘বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেও প্রস্তুত পার্থ’

পার্থর জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী বলেছেন, ‘‘পার্থর কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি। উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। উনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন। উনি অসুস্থ। ওঁর বয়সও হয়েছে। এমসের রিপোর্টেও অসুস্থতার কথার উল্লেখ রয়েছে।’’ উল্লেখ্য, প্রভাবশালী বলে পার্থকে জামিন দেওয়া যাবে না, এই যুক্তির পাল্টা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ টানেন পার্থর আইনজীবী। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৫:২৪ key status

আদালতে নিরাপত্তার আবেদন অর্পিতার

আদালতে নিরাপত্তার আর্জি জানানো হল অর্পিতার তরফ থেকে। চলছে সওয়াল-পর্ব।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৪:৫৮ key status

জামিনের আর্জি জানালেন পার্থ

আদালতে পার্থর জামিনের আর্জি জানালেন তাঁর আইনজীবী। জামিনের আর্জি করা হল না অর্পিতার তরফে। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৪:৫২ key status

পার্থ-অর্পিতাকে আদালতে পেশ

আদালতে তোলা হোল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৪:০৮ key status

আদালতে নিয়ে যাওয়া হল পার্থ-অর্পিতাকে

জোকার হাসপাতাল থেকে পার্থ-অর্পিতাকে আদালতে নিয়ে যাওয়া হল। একটু পরেই তাঁদের আদালতে পেশ করা হবে।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৩:৩৬ key status

মুখে কুলুপ পার্থের

স্বাস্থ্যপরীক্ষা শেষে হাসপাতাল থেকে বেরোনোর সময়ও কোনও কথা বললেন না পার্থ চট্টোপাধ্যায়।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৩:৩০ key status

কাঁদতে কাঁদতে বেরোলেন অর্পিতা

জোকা ইএসআই হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা গেল অর্পিতাকে।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৩:২৪ key status

পার্থ-অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হল

স্বাস্থ্যপরীক্ষা করানোর পর পার্থ ও অর্পিতাকে নিয়ে জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোল ইডি।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১২:১৩ key status

হাসপাতালে প্রবেশের সময় ‘নীরব’ পার্থ-অর্পিতা

হাসপাতালে ঢোকার সময় সংবাদমাধ্যমের প্রশ্নে মুখ খুললেন না পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। বেরোনোর সময় তাঁরা কিছু বলেন কি না, সে দিকে নজর থাকবে। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১২:০৮ key status

জোকার হাসপাতালে পৌঁছলেন পার্থ-অর্পিতা

জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন পার্থ ও অর্পিতা। তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করানো হবে।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১১:৩৮ key status

জোকা ইএসআই-এ কড়া নিরাপত্তা

জোকা ইএসআই হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১১:৩৬ key status

পার্থ-অর্পিতার জেল হেফাজত চাইতে পারে ইডি

স্বাস্থ্যপরীক্ষার পর ইডির বিশেষ আদালতে পেশ করা হবে পার্থ-অর্পিতাকে। সূত্রের খবর, তাঁদের জেল হেফাজত চাইতে পারে ইডি।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১১:০৬ key status

পার্থ-অর্পিতাকে শুক্রবার আদালতে পেশ

স্বাস্থ্যপরীক্ষা করানোর পর ইডির বিশেষ আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১১:০২ key status

পার্থ-অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন ইডির আধিকারিকরা। তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE