নিজস্ব চিত্র।
ইডির দাবি মেনে পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পার্থকে রাখা হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে। অন্য দিকে, অর্পিতাকে রাখা হবে আলিপুর মহিলা সংশোধনাগারে।
পার্থ ও অর্পিতার মামলায় রায়দান আপাতত স্থগিত রাখল আদালত।
আদালতে ইডির পক্ষ থেকে জানানো হয় যে, এমএস অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। যার শেয়ার হস্তান্তর করা হয়েছে পার্থ ও অর্পিতার আত্মীয়দের মধ্যে। ওই সংস্থার যে ঠিকানা নথিভুক্ত করা হয়েছে, তা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায়।
পার্থ-অর্পিতাকে জেল হেফাজতে নিয়ে জেরা করতে চায় বলে আদালতে জানাল ইডি। ৫০টির উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানাল তদন্তকারী সংস্থা।
অর্পিতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতে জানালেন তাঁর আইনজীবী। অর্পিতাকে খাবার ও জল দেওয়ার আগে যাতে তা পরীক্ষা করে দেখা হয়, সেই আর্জি জানানো হল।
পার্থর জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী বলেছেন, ‘‘পার্থর কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি। উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। উনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন। উনি অসুস্থ। ওঁর বয়সও হয়েছে। এমসের রিপোর্টেও অসুস্থতার কথার উল্লেখ রয়েছে।’’ উল্লেখ্য, প্রভাবশালী বলে পার্থকে জামিন দেওয়া যাবে না, এই যুক্তির পাল্টা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ টানেন পার্থর আইনজীবী।
আদালতে নিরাপত্তার আর্জি জানানো হল অর্পিতার তরফ থেকে। চলছে সওয়াল-পর্ব।
আদালতে পার্থর জামিনের আর্জি জানালেন তাঁর আইনজীবী। জামিনের আর্জি করা হল না অর্পিতার তরফে।
আদালতে তোলা হোল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।
জোকার হাসপাতাল থেকে পার্থ-অর্পিতাকে আদালতে নিয়ে যাওয়া হল। একটু পরেই তাঁদের আদালতে পেশ করা হবে।
স্বাস্থ্যপরীক্ষা শেষে হাসপাতাল থেকে বেরোনোর সময়ও কোনও কথা বললেন না পার্থ চট্টোপাধ্যায়।
জোকা ইএসআই হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা গেল অর্পিতাকে।
স্বাস্থ্যপরীক্ষা করানোর পর পার্থ ও অর্পিতাকে নিয়ে জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোল ইডি।
হাসপাতালে ঢোকার সময় সংবাদমাধ্যমের প্রশ্নে মুখ খুললেন না পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। বেরোনোর সময় তাঁরা কিছু বলেন কি না, সে দিকে নজর থাকবে।
জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন পার্থ ও অর্পিতা। তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করানো হবে।
জোকা ইএসআই হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
স্বাস্থ্যপরীক্ষার পর ইডির বিশেষ আদালতে পেশ করা হবে পার্থ-অর্পিতাকে। সূত্রের খবর, তাঁদের জেল হেফাজত চাইতে পারে ইডি।
স্বাস্থ্যপরীক্ষা করানোর পর ইডির বিশেষ আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy