দার্শনিক আন্তোনিও গ্রামশির ‘প্রিজ়ন নোটবুকস’ পড়ে মুগ্ধ হয়েছিলেন ইএমএস নাম্বুদিরিপাদ। সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক এর পরে কেরলে দলের মালয়ালম মুখপত্রের সম্পাদক পি গোবিন্দ পিল্লাইকে নিয়ে গ্রামশির চিন্তার উপরে লিখতে শুর করেন। নয়ের দশকে ইএমএস এবং পিল্লাইয়ের যৌথ লেখনীতে ‘গ্রামশির চিন্তা’ নামক বইটি আত্মপ্রকাশ করে। সম্প্রতি সেই বইয়ের ইংরেজি ভাষান্তর করেছেন পিল্লাই-পুত্র এম জি রাধাকৃষ্ণন। এ বার সেই বই বাংলায় পড়ার সুযোগ আসছে। বাংলায় সিপিএমের তাত্ত্বিক মুখপত্রের জন্য গ্রামশির উপরে ওই বইটির বাংলায় অনুবাদ করেছেন সৌভিক ঘোষ। সেই কাজকে দু’মলাটে একত্রিত করেই কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে গ্রামশিকে নিয়ে সংকলন।