লেকটাউনে যশোর রোডে বামেদের অবরোধ। অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধর্মঘটীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ছবি: শৌভিক দে।
কেন্দ্রের নোট বাতিলের বিরোধিতা করে বাম দলগুলির ডাকা বনধে তেমন কোনও প্রভাব পড়েনি। সকাল থেকেই চলছে বাস, ট্রেন। হরতাল রুখতে মরিয়া রাজ্য সরকারও। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সড়ক ও জলপথে পর্যাপ্ত সংখ্যায় সরকারি যান চলার কথা ঘোষণা করেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, জনজীবন স্বাভাবিক রাখতে অন্য দিনের তুলনায় আজ বেশি বাস চালানো হবে। কলকাতায় ১২০০ এবং জেলাগুলিতে ১৩০০ বাস চলবে। বন্ধের কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে থাকল কিছু খণ্ডচিত্র।
সকাল ১২.২৪: সূর্যকান্ত মিশ্র : কালো টাকের কারবারিদের তালিকা প্রকাশ করুন।
সকাল ১২.২৩: সূর্যকান্ত মিশ্র : সাহারার কাছ থেকে সাদা না কালো টাকা পেয়েছিলেন? মোদীকে জবাব দিতে হবে।
সকাল ১২.২২: সূর্যকান্ত মিশ্র : কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত মানছি না।
সকাল ১২.২০: সূর্যকান্ত মিশ্র জানান, ধর্মঘট ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ধর্মঘটীদের উপর আক্রমণ চালানো হচ্ছে।
সকাল ১২.০০: বামেদের মিছিলে বক্তব্য রাখছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
সকাল ১১.২০: বামেদের মিছিলে হাঁটছেন বিমান বসু।
সকাল ১১.১৫: নোট বাতিলের প্রতিবাদে মৌলালি থেকে মল্লিকবাজার পর্যন্ত বামেদের মিছিল।
সকাল ১০.৩৫: কৃষ্ণনগরে ন'টার সময় মিছিল বের করার কথা ছিল বামেদের। নেতারা চলে আসলেও দেখা নেই কর্মীদের।
সকাল ১০.৩০: শিমুরালি ও রানাঘাট সব্জি ও মাছ বাজারে ক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত কম ছিল।
সকাল ১০.২৫: সিপিএমের ডাকা হরতালে রাণাঘাট চাকদায় তেমন প্রভাব পড়েনি।
সকাল ১০.২২: বন্ধের দিনে ক্যানিং—বারুইপুর রুটে অটো না চালালে এক মাস অটো বন্ধ রাখার হুমকি আইএনটিটিইউসি।
সকাল ১০.২০: তবে শিলিগুড়ির রাস্তায় যাত্রীবাহী সরকারি বাস চললেও বেসরকারি বাসের দেখা মেলেনি। তাতে কিছুটা দুর্ভোগে নিত্যযাত্রীরা।
সকাল ১০.১৮: শিলিগুড়ির বেসরকারি স্কুলের অধিকাংশই এ দিন খোলা রয়েছে।
সকাল ১০.১৫: শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোডে ছোট বড় গাড়ি, অটো চলছে।
সকাল ১০.১২: শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার, বিধান মার্কেট থেকে শুরু করে পাড়ার বাজার, ছোট মুদি, চায়ের দোকানের অধিকাংশই খোলা রয়েছে।
সকাল ১০.১০: স্বাভাবিক ছন্দেই শিলিগুড়িতে শুরু হল বন্ধের সকাল।
সকাল ৯. ৩৯: বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ।
আরও পড়ুন: হরতাল চিত্র
সকাল ৯. ৩৭: বহরমপুর বাসস্ট্যান্ড চত্বর অন্য দিনের মতোই স্বাভাবিক।
সকাল ৯. ৩৫: রামপুরহাট, সিউড়িতে বন্ধ বেসরকারি বাস। দুর্ভোগে নিত্যযাত্রীরা।
সকাল ৯. ২৫: সল্টলেক সেক্টর ফাইভের বিভিন্ন অফিসে বাকি পাঁচটা দিনের মতোই কর্মীদের উপস্থিতি।
সকাল ৯. ২২: হাওড়া বাসস্ট্যান্ড থেকে অন্যান্য দিনের মতোই বাস ছাড়ছে।
সকাল ৯. ২০: হাওড়ায় মেন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক।
ধর্মঘটের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল। নেতৃত্বে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ছবি: শশাঙ্ক মন্ডল।
•সকাল ৯.১২: পাহাড়ে জনজীবন স্বাভাবিক।
•সকাল ৯.১০: আর জি কর হাসপাতালের কাজকর্ম স্বাভাবিক।
•সকাল ৯.০০: ধর্মঘটের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল। নেতৃত্বে সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
•সকাল ৮.৩০: সিউড়ি, বোলপুর ও রামপুরহাটে বন্ধ বেসরকারি বাস।
•সকাল ৮.২৩: ব্যারাকপুরে বিভিন্ন কারখানায় কর্মীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই।
সুভাষগ্রাম স্টেশনে ছবি তুলেছেন শশাঙ্ক মন্ডল।
•সকাল ৮.২২: লেকটাউন থানার সামনে বামেদের বিক্ষোভ।
•সকাল ৮.২০: মেদিনীপুরে বাস চলাচল স্বাভাবিক।
• সকাল ৮.১৫: কাঁথি ও দিঘায় বনধের কোনও প্রভাব পড়েনি। বাস, ট্রেন, বাজার ও জনজীবন স্বাভাবিক।
বারুইপুর বাজার
• সকাল ৮.০০: বারুইপুর স্টেশন সংলগ্ন বাজার পুরোপুরি স্বাভাবিক অন্যান্য দিনের মতই।
• সকাল ৭.৩০: লেকটাউনে যশোর রোডে বামেদের অবরোধ। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এই ঘটনায় এক সিপিএম নেতা-সহ ৭ ধর্মঘট সমর্থককে আটক করেছে পুলিশ।
যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: শশাঙ্ক মন্ডল।
• সকাল ৬.৩০: শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy