নিজস্ব চিত্র।
এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করল এসএফআই। কলকাতায় নিজাম প্যালেস অভিমুখে অভিযান করতে গিয়ে গ্রেফতার হলেন ছাত্রনেতারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও টর্চ হাতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বেড়ালেন এসএফআই নেতা-কর্মী-সমর্থকেরা।
এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি নিজাম প্যালেসে ঢোকার পরই এসএফআইয়ের মিছিল মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেসের দিকে এগোতে থাকে। মিছিলের সামনে ছিলেন সৃজন ভট্টাচার্য, আতিফ নিসারের মতো ছাত্রনেতারা। মিন্টো পার্কের সামনেই পুলিশ তাঁদের আটকে দেয়। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। তার পর পুলিশ এসএফআই কর্মী-সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যায়। এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘সৃজন, দেবাঞ্জন, আতিফ-সহ আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করেছে। পুলিশ দিয়ে, লাঠি মেরে আমাদের আটকানো যাবে না। স্বচ্ছ নিয়োগের দাবি তুললে সরকার এ রকম ব্যবহার করছে!’’
অন্য দিকে, প্রায় একই সময় লেকটাউনের কালিন্দী এলাকায় পথে নামেন এসএফআই কর্মী-সমর্থকেরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যখন নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, ঠিক তখনই বর্তমান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অভিনব প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাম ছাত্র সংগঠন। এসএফআইয়ের সমর্থকেরা ভরসন্ধ্যায় টর্চ হাতে নিয়ে, পরেশের ছবির পাশে গলায় সন্ধান চাই প্ল্যাকার্ড ঝুলিয়ে পথচলতি মানুষকে জিজ্ঞেস করতে থাকেন, ‘‘পরেশকে দেখেছেন?’’
সেখানেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআইয়ের কর্মী সমর্থকেরা। ময়ূখ বলেন, ‘‘আমরা জানি কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে রাজ্যের তৃণমূল সরকার সম্পূর্ণ সেটিং করে চলছে। তাই সরকারের লোক দেখানো পদক্ষেপের আগেই আমাদের কমরেডরা চোর ধরতে বেরিয়ে পড়েছেন।’’ তাঁর আরও দাবি, কেন্দ্র ও রাজ্যের সরকার আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ শেষ করতে চায়। তাই যুব সম্প্রদায়ই পথে নেমে পড়েছে। ময়ূখের কথায়, ‘‘আমরা ডাক দিয়েছি, চোর ধরো, জেলে পোরো।’’
ময়ূখ জানিয়েছেন, বৃহস্পতিবার শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে রাজ্য জুড়ে মিছিলও করবে বাম ছাত্রসংগঠন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy