নিউ জলপাইগুড়ি স্টেশনে অপেক্ষায় যাত্রীরা। ছবি: এএফপি।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তেজনা থিতিয়ে এলেও উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ এখনও স্বাভাবিক হল না। গত পাঁচ দিনের মতো বুধবারও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আইন-শৃঙ্খলাজনিত কারণেই এই সব ট্রেন চালানো যাচ্ছে না বলে পূর্ব রেলের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে।
এ দিন যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল, ১২০৪১আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, ১২৩৪৩ আপ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিঙ মেল, ১২৩৭৭ আপ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ১২৫২৫ আপ কলকাতা-ডিব্রুগড় এক্সপ্রেস, ১৩০৩৩ আপ হাওড়া-কাটিহার এক্সপ্রেস, ১৩১৪১ আপ শিয়ালদহ-নিউ আলিপুর তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৪৫ আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, ১৩১৪৭ আপ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৪৯ আপ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৫৯ আপ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস, ১৩১৬৩ আপ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস এবং ১৩৪৬৫ আপ হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস।
উত্তরবঙ্গ থেকেও বহু ট্রেন বাতিল হয়েছে, যার মধ্যে রয়েছে ১২০৪২ ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দি এক্সপ্রেস, ১২৩৪৪ ডাউন নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, ১২৩৪৬ ডাউন গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, ১২৩৬৪ ডাউন হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস, ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, ১৩০৩৪ ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস, ১৩১৪২ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৪৬ ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৫০ ডাউন আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৬২ ডাউন বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, ১৩৪২২ ডাউন মালদহ টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস, ১৩৪৬৬ ডাউন হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ২২৩১০ ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া এসি এক্সপ্রেস (সাপ্তাহিক)।
বৃহস্পতিবারের আপ নবদ্বীপ ধাম-মালদহ টাউন এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে। অন্য দিকে, ১৫৯৫৯ আপ হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস আজ ঘুরপথে ব্যান্ডেল-বর্ধমান-রামপুরহাট-গুমানি-মালদহ টাউন হয়ে যাবে। ১৩১৭৫ আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১৩১৬১ আপ কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস এবং ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস আজ নির্ধারিত সময়েই রওনা দেবে। ঘুরপথে মালদহ টাউন-গুমানি-রামপুরহাট-বর্ধমান-ব্যান্ডেল হয়ে রওনা দেবে ১৫৯৬০ ডাউন ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস। নির্ধারিত সময়ে রওনা দেবে ১৩১৭৬ ডাউন শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘুরপথে মালদহ টাউন-গুমানি-রামপুরহাট-বর্ধমান-ব্যান্ডেল-নৈহাটি হয়ে যাবে ১২৫১৮ ডাউন গুয়াহাটি-কলকাতা গরিবরথ এক্সপ্রেস।
মঙ্গলবার মালদহ টাউন স্টেশনে আটকে পড়েছিল ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেটিকে আজ স্পেশ্যাল প্যাসেঞ্জার ট্রেন হিসাবে মালদহ থেকে শিয়ালদহ পর্যন্ত চালানো হবে। ১৩১৭৪ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রুটই অনুসরণ করবে ট্রেনটি এবং একই স্টেশনে দাঁড়াবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy