জামিন পেয়ে ‘পালিয়ে গিয়েছেন’ অভিযুক্ত। যার ফলে তৃণমূল নেতা খুনের মামলায় পিছিয়ে গেল সাজা ঘোষণার দিন। পাশাপাশি, ‘পলাতক’ অভিযুক্তকেও ধরে আনতে সিআইডি এবং গোবরডাঙা থানার পুলিশকে নির্দেশ দিল আদালত।
২০১৮ সালের পঞ্চায়েত ভোটের সময় হাবড়া ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বেরগুম ২ পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বিপ্লব সরকারকে জামতলার পার্টি অফিসে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই মামলা চলছে বারাসত আদালতে। ওই ঘটনায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল ন’জনকে। মামলা চলাকালীন জামিন পান তাঁদেরই এক জন সুজিত দাস।
সোমবার ওই মামলার সাজা ঘোষণার সময় বিচারক জানতে পারেন, সুজিত ‘পলাতক’। জামিনে ছাড়া পাওয়ার পর কোথাও পালিয়ে গিয়েছেন তিনি! এর পরেই সাজা ঘোষণার দিন পিছিয়ে দেন বিচারক। জানান, মঙ্গলবার মামলার সাজা ঘোষণা হবে। তবে তার জন্য পুলিশ এবং সিআইডিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন বিচারক। তাঁর নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে সুজিতকে গ্রেফতার করে আদালতের সামনে হাজির করাতে হবে।