Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Gita Path at Siliguri

লক্ষ কণ্ঠে গীতাপাঠে গলা মেলাবেন ধনখড়, হিমন্ত! ব্রিগেডের ধাঁচেই আসর বসবে শীতের শিলিগুড়িতে

এক বছর আগে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন হয়েছিল কলকাতার ব্রিগেড ময়দানে। তবে তাতে উত্তরবঙ্গের যোগদান খুবই কম ছিল। এ বার সেই উত্তরবঙ্গেই বসছে গীতাপাঠের আসর। পরে বর্ধমান ও কলকাতাতেও আয়োজনের লক্ষ্য রয়েছে।

Sanatan Sanskriti Sansad started preparation of gita recitation at Siliguri

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৭:০৪
Share: Save:

দক্ষিণের পরে উত্তর। কলকাতার পরে শিলিগুড়ি। এক বছর আগের মতো করে শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পহাটের পাশে কাওয়াখালি ময়দানে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সনাতন সংস্কৃতি সংসদ। এক বছর আগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। তবে এ বার আর মোদী নয়, পরিষদ প্রধান অতিথি করতে চায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। তাঁর সঙ্গে গীতাপাঠে গলা মেলাতে আসার কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও।

তবে এ বারও মোদী ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজক সংসদের প্রধান তথা ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)। যিনি লোকসভা ভোটের অব্যবহিত আগে মুখ্যমন্ত্রী মমতার অভিযোগের মুখে পড়েছিলেন।

লোকসভা নির্বাচনের মুখে মুখে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি হয়েছিল। তাতে আড়াল থেকে সমর্থন দিয়েছিল বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির প্রায় সব নেতা। তবে সেই কর্মসূচিতে সত্যিই এক লাখ মানুষের সমাবেশ হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও সংসদের পক্ষে দাবি করা হয়েছিল, লক্ষাধিক মানুষের সমাবেশ এবং এত জনের একসঙ্গে গীতাপাঠে বিশ্বরেকর্ড তৈরি হয়েছে।

সেই সময়ে এমনটাও অনেকে বলেছিলেন যে, যেখানে বিজেপির শক্তি বেশি, সেই উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব ব্রিগেডে সে ভাবে না থাকাতেই জমায়েত নিয়ে প্রশ্ন উঠেছে। এ বার সেই উত্তরবঙ্গেই বসছে গীতাপাঠের আসর। সেখানে লক্ষ মানুষকে হাজির করার বিষয়ে সংসদের সঙ্গে বিজেপি তথা সঙ্ঘ পরিবারও সমর্থন দেবে। যদিও গোটা কর্মসূচিই হবে ‘অরাজনৈতিক’ সনাতন সংস্কৃতি সংসদের নামে। কার্তিক মহারাজ বলেন, ‘‘ইতিমধ্যেই রাজ্যের সব হিন্দুত্ববাদী সংস্থা এবং সংগঠনের সঙ্গে কথা হয়ে গিয়েছে। সব মঠ, মিশনেরও যোগদান থাকবে এই কর্মসূচিতে। খুব তাড়াতাড়ি গীতাপাঠের অভ্যাসও শুরু হবে।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ধনখড় এবং হিমন্ত শিলিগুড়ি আসবেন বলে ইতিমধ্যেই কথা দিয়েছেন।

এখন শিলিগুড়িতে হলেও পরে ‘মধ্যবঙ্গ’ হিসাবে বর্ধমান এবং ২০২৫ সালের গোড়ার দিকে কলকাতায় বসবে গীতাপাঠের আসর। সংসদের পক্ষে জানানো হয়েছে, শিলিগুড়িতে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ এবং অষ্টাদশ অধ্যায়ের পাঠ হবে। সেই সঙ্গে সমবেত কণ্ঠে ‘হে পার্থসারথি’ নজরুলগীতিও পরিবেশিত হবে।

অন্য বিষয়গুলি:

Gita Path BJP Siliguri Jagdeep Dhankhar Himanta Biswa Sarma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy