Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Sunderbans

সুন্দরবনে পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল

বাঘের দেখা পেয়ে স্বভাবতই খুশি ওই পর্যটকদের দল। 

পর্যটকের ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবি। —ভিডিয়ো থেকে নেওয়া

নিজস্ব সংবাদদাতা
বারুইপুর শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ২০:৩২
Share: Save:

সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের দর্শন পাওয়া বিরলতম ঘটনা। শীতের শুরুতেই কুয়াশার মাঝে সুন্দরবনের সুধন্যখালির জঙ্গলে দক্ষিণরায়ের দেখা পেলেন পর্যটকরা। সেই বিরল মুহূর্তের ছবি ধরা পড়ল এক পর্যটকের ক্যামেরাতেও।

শনিবার বারুইপুরের আমতলা এলাকা থেকে ১৯ জনের একটি পর্যটক দল সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন। কথা ছিল দু'দিন সুন্দরবন বেড়াবেন তাঁরা। তার প্রথম দিনেই জঙ্গলের মহারাজের দেখা পাবেন তা স্বপ্নেও ভাবেননি তাঁরা।

সুধন্যখালির জঙ্গল লাগোয়া নদী ধরে লঞ্চে করে যাওয়ার সময় হঠাৎই পর্যটকরা দেখতে পান ঘন কুয়াশার বুক চিরে নদীর পাড়ে হেঁটে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার। সেই মূহুর্ত ফ্রেমবন্দি করেছেন এক পর্যটক। বাঘের দেখা পেয়ে স্বভাবতই খুশি ওই পর্যটকদের দল।

আরও পড়ুন: রাজ্যে ক্ষমতায় এলে ৭৫ লক্ষ চাকরি, প্রতিশ্রুতি বিজেপির, ‘ভাঁওতা’ বলছে তৃণমূল-বাম-কং

আরও পড়ুন: কনভয়ে হামলায় ‘লজ্জিত’ নড্ডার বাঙালি স্ত্রী, প্রচারে আসতে চান বঙ্গে

করোনার কারণে দীর্ঘ লকডাউন জারি থাকায় সুন্দরবনে পর্যটক আসা পুরোপুরি বন্ধ ছিল। তবে শীতের মরসুম শুরু হতেই বাড়ছে পর্যটকদের আনাগোনা। তার মধ্যে এ ভাবে উন্মুক্ত পরিবেশে বাঘের দর্শন সুন্দরবনের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE