সফরে: বিমানবন্দর থেকে উত্তরকন্যায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার। ছবি: স্বরূপ সরকার
পরিযায়ী
লকডাউনের শুরুতে অনেক কষ্ট সয়ে তাঁরা ঘরে ফিরেছেন। এখন—
• রাজ্যে তাঁদের জন্য আছে শুধু একশো দিনের কাজ, যাতে মজুরি তুলনায় কম
• অনেকে মালিকের ডাকে সাড়া দিয়ে তাই ফিরছেন, করোনার আশঙ্কা সত্ত্বেও
• যাঁরা থাকছেন, তাঁরা অনেকে পেশা বদল করেছেন
কোভিড পরিকাঠামো
• এখনও সব জেলায় পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার, শয্যা, আইসিইউ-এর শয্যা, ভেন্টিলেশনের ব্যবস্থা নেই
• রোগীর চাপ সব থেকে বেশি পড়ছে শিলিগুড়িতে
• শিলিগুড়ির একটি কোভিড হাসপাতালের দায়িত্ব নার্সিংহোম কর্তৃপক্ষের হাতে চলে যাওয়ায় সরকারি পরিষেবা আরও কমেছে
• লালারস পরীক্ষায় এখনও পিছিয়ে কয়েকটি জেলা
চা বাগান
• পাহাড়, সমতলে ২০% বোনাস ঘোষণা হয়ে গিয়েছে। অন্যান্য সমস্যা মিটে খুলেছে কয়েকটি বাগানও। কিন্তু এখনও বেশ কিছু বাগান বন্ধ
রাস্তাঘাট
• উত্তরবঙ্গে জাতীয় এবং রাজ্য সড়কের অবস্থা বেহাল। গ্রামীণ রাস্তাও বর্ষায় ভেঙেছে। সে সব সারাইয়ে ব্যবস্থা নিতে হবে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় রাখতে হবে
পর্যটন
• এই শিল্পকে চাঙ্গা করত রাজ্য কিছু ছাড় ও অনুদানের কথা ঘোষণা করেছে। তবে পুজোর সময় থেকে পর্যটন শিল্প খুলতে গেলে স্বাস্থ্যবিধি মানা জরুরি। সে ক্ষেত্রেও লাগবে প্রশাসনের সহায়তা
পাহাড়ে আন্দোলন
• অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে এখন কাজ বন্ধ পাহাড়ে। বিনয়-অনীতরা রাজ্যকে দায়িত্ব নিতে বলছেন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy