মোস্তাক আহমেদ। ফাইল চিত্র
কাটমানি নেওয়ার অভিযোগ উঠল মন্ত্রী রেজ্জাক মোল্লার ছেলের বিরুদ্ধেই। অভিযোগকারীরা সকলেই তৃণমূলের কর্মী-সমর্থক।
সোমবার সন্ধ্যায় রেজ্জাকের ছেলে, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা আরাবুল ইসলামের কয়েক জন অনুগামী। রাতে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ করে তাঁরা। ২০১৬ সালে আরাবুল-ঘনিষ্ঠ দুই তৃণমূল কর্মী মনিরুজ্জামান মোল্লা (পান্না) ও লালবাবু মোল্লা (আলতু) ভাঙড়ের বিধায়ক তথা খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার পুত্র মোস্তাককে একটি জমির নথিভুক্তকরণের জন্য দু’দফায় ৫ লক্ষ টাকা দেন বলে অভিযোগ। একটি হিমঘরের অনুমতি নেওয়ারও কথা ছিল তাঁদের। অভিযোগ, টাকা দিয়েও কাজ হয়নি। উল্টে টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন মোস্তাক তাঁদের ঘোরাতে থাকেন। হুমকিও দেন বলে অভিযোগ। সোমবার আলতু-পান্না এবং আরও কিছু তৃণমূল কর্মী হাতিশালায় মোস্তাকের দলীয় কার্যালয়ের সামনে টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখান। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে মোস্তাকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। রেজ্জাকের ফোন বন্ধ ছিল। এসএমএসেরও জবাব মেলেনি।
অভিযোগ ও পাল্টা অভিযোগের চাপানউতোর। নিজস্ব চিত্র
আলতু বলেন, ‘‘থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছি।’’ মোস্তাক বলেন, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আমি প্রশাসনকে জানিয়ে এলাকায় হিডকোর মাটি চুরি, জলাভূমি বিক্রি ও ভরাট করা বন্ধ করেছি। সেই রাগে ওরা মিথ্যা অভিযোগ করছে।’’
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে গোলমালে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy