লালন শেখের বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা।
রামপুরহাট কাণ্ডে অভিযুক্ত লালন শেখের বাড়ি ‘সিল’ করল সিবিআই। লালনের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছিল সিবিআইয়ের তদন্তকারীরা। তবে লালনের বাড়ির সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে সিবিআই সূত্রে খবর।
বগটুই কাণ্ডে এবার এক সাব ইনস্পেক্টর এবং একজন অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টরকেও তলব করেছে সিবিআই। এর আগেও রামপুরহাটের এক সাব ইনস্পেক্টরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। জেরা করা হয়েছে প্রাক্তন এসডিপিও এবং রামপুরহাটের এক সাসপেন্ড হওয়া আইসিকেও। বগটুইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বীরভূমের পারুই থানার প্রসাদপুর গ্রামের ৫০০ মিটার দূরে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করল পারুই থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। একটি খালের কালভার্টের নীচে লুকনো ছিল ওই বোমা। তবে কে বা কারা ওই বোমা মজুদ করেছিল তা জানা যায়নি।
বগটুইয়ের ঘটনায় গ্রামে দেরিতে দমকল বাহিনীর পৌঁছনোর কারণ জানতে আগেই দমকলের দুই আধিকারিককে প্রশ্ন করেছিল সিবিআই। এ বার দমকলের ওসিকেও তলব করা হল। বগটুই নিয়ে সিবিআই তদন্তকারীরা জেরা করবেন দমকলের ওসিকে।
রামপুরহাট কাণ্ডে মূল অভিযুক্ত আনারুলের ফোন বাজেয়াপ্ত করা হল। ফোনটি ফরন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। দুর্ঘটনার রাতে ওই ফোনে কী মেসেজ আদান প্রদান হয়েছিল তা খতিয়ে দেখবেন গোয়েন্দারা। একই সঙ্গে পরীক্ষা করা হবে, ওই মোবাইল ফোন থেকে কোনও গুরুত্ব পূর্ণ বার্তা মুছে ফেলা হয়েছে কি না।
রামপুরহাটের বগটুই থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। আগুনে যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার সবচেয়ে কাছে সিসিটিভি ফুটেজ এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। এর আগে কিছুটা দূরের সিসিটিভি রেকর্ডিং পাওয়া গিয়েছিল। এর পাশাপাশি ভাদু শেখ হত্যা কাণ্ডে অভিযুক্ত লালন শেখের বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে সিবিআই।
তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনে মালদহ, ঝাড়গ্রাম ও রামপুরহাট থেকে বীরভূম জেলা পুলিশের হাতে গ্রেফতার হয় তিন জন। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। বুধবার তাদের রামপুরহাট আদালতে তোলা হয়। যদিও আদালতে ঢোকার সময় ধৃতরা সংবাদমাধ্যমের কাছে দাবি করে, তাঁদের ফাঁসানো হয়েছে।
ভাদু শেখ খুনে ভাসান শেখ, আর শেখ শফিক নাম দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মাড়গ্রাম এবং নলহাটি থেকে এঁদের গ্রেফতার করা হয়। ধৃত দের বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হবে।
রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদ এবং সাসপেন্ড হওয়া রামপুরহাটে আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। রামপুরহাট থানার এক জন এএসআই-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy