হাওড়া জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা হিসাবে শুক্রবার দুপুরে দায়িত্ব গ্রহণ করলেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পরেই তিনি বলেন, ‘‘হাওড়া জেলায় পঞ্চায়েতের কাজ ও জেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। এর জন্য দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই কাজ করব।’’
এ দিন জেলা পরিষদের মেন্টর পদে রাজীবের যোগদানকে ঘিরে জেলা পরিষদের বাইরে দলের বিভিন্ন সংগঠনের কর্মীদের থিকথিকে ভিড় জমে যায়। এক সময়ে যানবাহন বন্ধ হয়ে যায় জেলা পরিষদের সামনের রাস্তায়। তৃণমূলের কর্মীরা জেলার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে আসেন। কেউ ফুলের তোড়া নিয়ে, কেউ মালা নিয়ে রাজীবকে স্বাগত জানান। দীর্ঘ চার বছর পরে হাওড়ার মাটিতে পা রাখার পরে নেতা-কর্মীদের তাঁর প্রতি এই আবেগ দেখে আপ্লুত রাজীব বলেন, ‘‘চিরকালই আমি কর্মীদের প্রাধান্য দিয়েছি। কেউ বলতে পারবেন না, আমি কোনও নেতা বা কর্মীকে অসম্মান করেছি। কর্মীরা আমাকে ভালবাসেন। সেটা আবার নতুন করে জেগে উঠেছে। এটাই ভাল লাগছে আমার।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)