সিবিআইয়ের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুললেন রাজীব।
দীর্ঘ এক দফা জিজ্ঞাসাবাদ হয়েছে শিলংয়ে। রাজ্য পুলিশের সিআইডি-কর্তা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবার নোটিস দিয়েছে সিবিআই। সারদা-মামলার তদন্ত নিয়ে এ বার কলকাতা হাইকোর্টে সেই সিবিআইয়ের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুললেন রাজীব।
ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে যে-নোটিস দেওয়া হয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন রাজীব। বুধবার বিচারপতি মধুমতী মিত্রের এজলাসে তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় অভিযোগ করেন, ছ’বছর পেরোতে চলেছে, সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও সংস্থার উচ্চপদস্থ কর্মী দেবযানী মুখোপাধ্যায়ের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোনগুলির ফরেন্সিক পরীক্ষা করেনি সিবিআই।
রাজীবের আইনজীবীর অভিযোগ, সারদা-কাণ্ডে প্রভাবশালী ব্যক্তিরা কারা, দেবযানীর ল্যাপটপ ও ফোনের ফরেন্সিক পরীক্ষা করে তা জানার চেষ্টা করেনি সিবিআই। সুদীপ্তের ফোন তিনটিও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়নি। জম্মু-কাশ্মীর পুলিশের কাছ থেকে সেগুলো নিয়ে বিধাননগর আদালতের মালখানায় জমা রেখেছিল ‘সিট’ বা বিশেষ তদন্ত দল। সেগুলি ফেরত চেয়ে মে মাসে আদালতে আবেদন জানায় সিবিআই।
মিলনবাবু আদালতে জানান, তাঁর মক্কেল রাজীবকে সাক্ষী করা হয়েছে। তার পরে কোন আইনে সিবিআই তাঁকে ফের অভিযুক্ত করতে চাইছে, সেটা তাঁর বোধগম্য হচ্ছে না। সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছে, রাজীবকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার। কিন্তু অভিযুক্ত ছাড়া আর কাউকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা যায় কি না, সেই প্রশ্ন তোলেন রাজীবের আইনজীবী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy