চৈত্রেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস রাজ্য। বেলা গড়াতে অস্বস্তি বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়। উত্তর এবং পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি। তার জেরে উত্তরবঙ্গে তাপমাত্রা কমলেও দক্ষিণে তার কোনও সম্ভাবনা নেই।
বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এলাকা। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। পরবর্তী ৪৮ ঘন্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। এটি ক্রমে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সরে যাবে। তারপর দুর্বল হয়ে যাবে। এর প্রভাবেই রাজ্যে বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরের আট জেলাতেও আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী তিন দিন উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।