Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Rahul Gandhi

রাজ্যে আসছেন না রাহুল, বাতিল কংগ্রেসের প্রস্তুতি

সম্প্রতি রাহুলের ডাকে দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছিলেন অধীর। রাহুল তাঁকে বাংলায় দলের কর্মকাণ্ড আরও বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর।

রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ০৭:৫৩
Share: Save:

আপাতত রাজ্যে আসছেন না রাহুল গান্ধী। আগামী সেপ্টেম্বরে কলকাতায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে এনে সমাবেশ করা হবে, এই মর্মে প্রস্তুতি নেওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের তরফে দলের সব জেলা নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছিল। কয়েক দিন আগে দিল্লিতে রাহুলের সঙ্গে দেখা করেছিলেন প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি অধীর চৌধুরী। তার পরেই সেপ্টেম্বরে রাহুল ও খড়্গের উপস্থিতিতে কলকাতায় সমাবেশের প্রস্তুতি নেওয়ার জন্য দলের রাজ্য ও জেলা নেতাদের বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু এআইসিসি স্পষ্ট করে দিয়েছে, রাহুল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যাচ্ছেন না। কংগ্রেস সূত্রে খবর, এর পরে রবিবার প্রদেশ নেতৃত্ব দলের জেলার পদাধিকারীদের জানিয়ে দিয়েছেন যে, আপাতত এমন কোনও সমাবেশ হচ্ছে না।

সম্প্রতি রাহুলের ডাকে দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছিলেন অধীর। রাহুল তাঁকে বাংলায় দলের কর্মকাণ্ড আরও বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর।

দলেরই একাংশের বক্তব্য, সাধারণত রাহুল বা সর্বভারতীয় স্তরের নেতাদের কেউ কোনও রাজ্যে কর্মসূচিতে গেলে তা জানিয়ে দেয় এআইসিসি, যেমনটা রাহুলের নেতৃত্বে ‘ন্যায়যাত্রার’র ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে এআইসিসি তেমন কিছু জানায়নি। ফলে গোড়া থেকেই রাহুলের রাজ্যে আসার বিষয়টি ‘অনিশ্চিত’ ছিল। তার পরেও জেলা নেতাদের সমাবেশের জন্য প্রস্তুত হতে বলা এবং তড়ঘড়ি তা বাতিল করা, এই গোটা বিষয়টি নিয়ে দলের একাংশের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress AICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE