এসএসসি-র চাকরিহারাদের নিয়ে সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ‘আমরা যোগ্য’ লেখা পাস ঝুলিয়ে উপস্থিত ছিলেন কলেজশিক্ষকদের একাংশ। স্বভাবতই বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে। ওই অনুষ্ঠানে প্রবেশের জন্য রবিবার রাতে ‘আমরা যোগ্য’ লেখা পাস বিলি হয়েছিল। সেই পাস যোগ্য প্রার্থীদের অনেকে পাননি বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই পাস কী করে কলেজশিক্ষকদের গলায় ঝুলল, তা নিয়ে প্রশ্ন এবং বিস্ময়, দুটোই দেখা দিয়েছে।
মঞ্চে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর পাশাপাশি দেখা গিয়েছে কবি, লেখকদের। তাঁদের সঙ্গে রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী এবং অস্থায়ী উপাচার্যেরাও মঞ্চে ছিলেন। তবে মঞ্চের পিছনে নিয়ম মাফিক মমতার ছবি দেওয়া কোনও ব্যানার ছিল না। স্টেডিয়ামের ফ্লোরে অন্যদের সঙ্গে ছিলেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। তাঁরা সকলেই শাসকদলের কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ‘ওয়েবকুপা’র সদস্য। শুধু কলকাতার নয়, জেলার কলেজ, বিশ্ববিদ্যালয় থেকেও বেশ কিছু ‘ওয়েবকুপা’র সদস্য-শিক্ষক এসে ফ্লোর ভরিয়েছেন। এঁদের মধ্যে উপাচার্য পদপ্রার্থী এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকেও দেখা গিয়েছে।
তবে অনেকেরই নজর গিয়েছে সিটি কলেজের সহ-অধ্যক্ষ মহীতোষ গায়েনের দিকে। যে সংগঠনের সভাপতি স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই ‘ওয়েবকুপা’র সহ-সভাপতি মহীতোষ। ‘ওয়েবকুপা’র যে কোনও অনুষ্ঠানেই তাঁকে কর্মব্যস্ত অবস্থায় দেখা যায়। এমন এক জন সিনিয়র কলেজশিক্ষককে স্কুলের চাকরিপ্রার্থীদের সভায় ‘আমরা যোগ্য’ লেখা পাস ঝুলিয়ে বসে থাকতে দেখে কেউ কেউ খুবই বিস্মিত। এক জন সিনিয়র কলেজশিক্ষকের এ হেন কীর্তিতে স্বভাবতই বিতর্কের সৃষ্টি হয়েছে। মহীতোষ অবশ্য
মঙ্গলবার বলেন, ‘‘আমরা চাকরিহারা যোগ্য প্রার্থীদের পাশে আছি। এই বার্তা দিতেই ওই পাস গলায় ঝুলিয়েছিলাম।’’
আনন্দমোহন কলেজের ল্যাবরেটরি ইনস্ট্রাক্টর শান্তিনাথ মণ্ডল। জানালেন, ‘ওয়েবকুপা’য় তাঁর পদ উত্তর কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক। তাঁকেও দেখা যায় ‘আমরা যোগ্য’ পাস গলায় ঝুলিয়ে ঘুরছেন। এ দিন শান্তিনাথ বলেন, ‘‘আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে যেতে বলা হয়েছিল, তাই গিয়েছিলাম। কোনও একটা পাস না থাকলে তো ঢোকা যেত না। ওই পাস পেয়েছিলাম। গলায় ঝুলিয়ে নিয়েছিলাম।’’ তাঁর সংযোজন, ‘‘বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ভাবে আগে আলোচনা করে নিলে বোধহয় ভাল হত।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)