Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Bolpur

Poush Mela 2021: পৌষমেলা হচ্ছে না এ বারও, পালিত হবে পৌষ উৎসব, জানালেন বিশ্বভারতী কর্তৃপক্ষ

পৌষমেলা না হলেও, পালিত হবে পৌষ উৎসব। প্রত্যেক বছরের মতো এ বারও ৭ পৌষ থেকে ৯ পৌষ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বার দেখা যাবে না এই ছবি।

এ বার দেখা যাবে না এই ছবি। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৪:০৬
Share: Save:

গত বছরের মতো এ বারও হচ্ছে না পৌষমেলা। করোনাকালীন পরিস্থিতির জন্য গত বছর বন্ধ ছিল মেলা। এ বছরও সেই সিদ্ধান্তে অনড় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে এ বার কেন মেলা বন্ধ তার কোনও কারণ দর্শানো হয়নি। সূত্রের খবর, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পৌষমেলা না হলেও, পালিত হবে পৌষ উৎসব। প্রত্যেক বছরের মতো এ বারও ৭ পৌষ থেকে ৯ পৌষ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈতালিক এবং উপাসনার মাধ্যমে পালিত হবে পৌষ উৎসব। সেই সঙ্গে ২৫ ডিসেম্বর পালিত হবে খ্রিস্ট উৎসবও। পৌষমেলা না হলেও বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করা হয়েছে। তার আয়োজক বাংলা সংস্কৃতি মঞ্চ। মঞ্চের সদস্যরা জানিয়েছেন, পৌষমেলার মতোই আয়োজন এই মেলায়। সব মিলিয়ে হাজার খানেক স্টল হতে চলেছে।

সেইসঙ্গে পালিত হবে শিক্ষাসত্রের সমাবর্তন অনুষ্ঠান। সেই উপলক্ষে ইতিমধ্যেই আম্রকুঞ্জের জহর বেদী সাজানো হয়েছে আল্পনায়। তবে করোনা পরিস্থিতির কারণে এই উৎসব হবে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে। সূত্রের খবর, এই অনুষ্ঠানগুলিতে নির্দিষ্ট পোশাকবিধিও মানতে বলা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে যাওয়াতেও রয়েছে নিষেধাজ্ঞা।

অন্য বিষয়গুলি:

Bolpur viswa bharati Poush Mela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE