ছবি: সংগৃহীত
পুরুলিয়া শহরে পানীয় জলের সমস্যা দূর করতে সমর্থ হওয়ায় পুরুলিয়া পুরসভাকে ২ কোটি ৩৬ লক্ষ টাকা অনুদান দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার পুরপ্রধান সামিমদাদ খান জানান, শহরে জলের সমস্যা মেটানো-সহ নানা কাজের স্বীকৃতি স্বরূপ পুরসভাকে ওই অর্থ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।
পুরপ্রধানের দাবি, ‘‘পানীয় জলের সমস্যার সমাধান-সহ আমাদের বিভিন্ন কাজের নিরিখে দফতরের তরফে আর্থিক বরাদ্দ করা হয়েছে। যেটা আমাদের কাছে পুরস্কারের সমান।’’
জানা গিয়েছে, রাজ্যের ১৩৭টি পুরসভার মধ্যে ৯১টি পুরসভা তাদের কাজের নিরিখে দফতরের স্বীকৃতি আদায় করে নিয়েছে। সেই তালিকায় অন্যতম পুরুলিয়া পুরসভা।
পুরপ্রধান জানান, কাজের স্বীকৃতিস্বরূপ পুরসভা যে অনুদান পেয়েছে, তা কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে প্রতিটি ওয়ার্ডে খরচ করা হবে। জলাভাবের শহর হিসাবে পরিচিত ছিল পুরুলিয়া শহর। পুরপ্রধান জানান, পাড়ায় পাড়ায় নলবাহিত জলের সরবরাহ বাড়ানো গিয়েছে। প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ১৫ বছর পরে বিধি মেনে পুরসভা ‘নয়া কর কাঠামো’ তৈরি করতে পেরেছে। তাঁর দাবি, এ সব কাজেরই স্বীকৃতি দিয়েছে দফতর।
তবে আবর্জনা সাফাই-সহ কয়েকটি কাজে তাঁরা বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন তা পুরপ্রধান মেনে নিয়েছেন। তাঁর কথায়, ‘‘আবর্জনা সাফাইয়ের প্রশ্নে এখনও পিছিয়ে রয়েছি। এ ক্ষেত্রে জমি আমাদের প্রধান সমস্যা। আমরা যে জমি সরকারের থেকে পেয়েছিলাম, তা বিমানবন্দরের জন্য ফেরত দিতে হয়েছে। ফের জমি চেয়েছি।’’ তেমনই শহরের ফুটপাতগুলিকে দখলমুক্ত করার কাজেও সে ভাবে সাফল্য আসেনি। পুরপ্রধানের দাবি, ‘‘ওই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy