Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Rampurhat

Rampurhat Clash: প্রশাসনের উপস্থিতিতে বগটুইয়ে ৮টি দেহ সমাধিস্থ, হতদের শনাক্ত করলেন এক আত্মীয়

রামপুরহাটের বগটুইয়ের অগ্নিদগ্ধ হয়ে নিহত হওয়া ৮ জনের দেহ সমাধিস্থ করা হল। বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সমাধিস্থ হয় দেহগুলি।

সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেহ।

সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেহ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ২৩:০২
Share: Save:

রামপুরহাটের বগটুইয়ের অগ্নিদগ্ধ হয়ে নিহত হওয়া ৮ জনের দেহ সমাধিস্থ করা হল। মঙ্গলবার রাতে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সমাধিস্থ করা হয় ওই দেহগুলি। পাশাপাশি, মৃতদের পরিচয়ও সামনে এসেছে। তাঁদের শনাক্ত করেছেন জনৈক আলাউদ্দিন শেখ।

আলাউদ্দিন জানান, মৃতদের মধ্যে রয়েছেন তাঁর শ্যালক, শ্যালিকা এবং তাঁদের সন্তান। এ ছা়ড়াও আরও কয়েক জন তাঁর পরিচিত বলে জানান আলাউদ্দিন। তাঁর দাবি, নিহতদের মধ্যে রয়েছেন মিনা বিবি। তাঁর বয়স ৪৫ বছর। এ ছাড়া নূরনিহার বিবি ( ৫৮), রুপালি বিবি (৪০), বানি শেখ (৪০), মিহির শেখ (৩৫), নেকলাল শেখ (৪০) ও রয়েছেন। রয়েছে দু’টি শিশুও। আলাউদ্দিনের দাবি, এঁদের খুন করা হয়েছে। তবে কাউকে তিনি সন্দেহ করছেন কি না, এ নিয়ে কিছু বলতে চাননি।

অন্য বিষয়গুলি:

Rampurhat Birbhum Dead Buried
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy