অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। নিজস্ব চিত্র।
সাসপেনশনের মেয়াদ বাড়ল বিশ্বভারতীর অর্থনীতি এবং রাজনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
এ বছর জানুয়ারি মাসে সুদীপ্তকে সাসপেন্ড করেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই সাসপেনশনের মেয়াদ শেষ হয় ৫ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর থেকে সাসপেনশনের মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে। ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুদীপ্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। সে জন্যই বাড়ানো হল মেয়াদ।
পাঠভবনের অধ্যক্ষ রয়েছেন বোধিরূপা সিংহ। তাঁকে অধ্যক্ষ পদে নিয়োগের সময় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সুদীপ্ত। পাঠভবনের অধ্যক্ষের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বলা হয়, তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে বিষয়টি নিয়ে প্রচারে পাঠভবনের অধ্যক্ষের মানহানি হয়েছে। সেই জন্য তাঁকে সাসপেন্ড করা হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy