দাবি: সিউড়িতে ডিএম অফিস চত্বরে ডেউচা-পাঁচামি এলাকার আবেদনকারীরা। শুক্রবার। নিজস্ব চিত্র
জেলাশাসকের কাছে আগামী ২৫ জুলাই স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে প্রস্তাবিত কয়লা খনি বিরোধী অবস্থানে থাকা ‘বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা’র। তার ঠিক আগে, শুক্রবার ডেউচা-পাঁচামি কোল ব্লকেও কয়লা শিল্পের কাজ শুরু করা এবং দ্রুত চাকরিতে নিয়োগ করার দাবি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন এলাকায় শিল্পের পক্ষে থাকা মানুষজন। এ দিন সকালে ওই কোল ব্লক থেকে শ’খানেক মানুষ জেলাশাসকের দফতরে এসে শিল্পের দাবিতে স্মারকলিপি দেন।
আবেদনকারীদের দাবি, দেওয়ানগঞ্জ-হরিণশিঙা কোল ব্লকে খননের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকার ২৫৮ জনকে চাকরিতে নিয়োগ করা হয়েছে। তাঁরাও একই সময়ে জমি দানের সম্মতিপত্র দিয়েছেন। কিন্তু, ডেউচা-পাঁচামি কোল ব্লকের ছেলেমেয়েদের এখনও সরকারি চাকরি দেওয়া হয়নি। সেখানে এখনও কয়লা শিল্পের জন্য কোন কাজও শুরু হয়নি৷ তাঁদের জমিও দ্রুত নিয়ে ছেলেমেয়েদের কাজে নিয়োগ করা হোক বলে দাবি তুলেছেন এ দিনের আবেদনকারীরা। ছ’দফা দাবিতে তাঁরা এ দিন স্মারকলিপি দেন। এই নিয়ে রাজীব শেখ বলেন, ‘‘আমরা সকলে শিল্পের পক্ষে। আমরা একই সঙ্গে জমিদানের ফর্ম পূরণ করেছি। কিন্তু এখনও আমাদের মৌজাগুলিতে কেন কাজ শুরু করা হল না, তা জানতেই আমরা এখানে এসেছি।’’
রাজীবদের বক্তব্য, এলাকায় শিল্প হবে এবং সরকারি চাকরি পাবেন, এই আশায় ডেউচা-পাঁচামি এলাকায় অনেকে কাজ বন্ধ করে কিংবা কাজ ছেড়ে বাড়িতে বসে আছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে কোল ব্লক এলাকায় জমির রেজিস্ট্রেশন বন্ধ থাকায় স্থানীয়দের প্রভূত সমস্যায় পড়তে হচ্ছে। জমি অধিগ্রহণ করার জন্য ওই সমস্ত জমিতে ফসল রোপণ বন্ধ হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। আবেদনকারী মহম্মদ নাসিমউদ্দিন বলেন, ‘‘আমাদের কোল ব্লকে এখনও কাজ শুরু হয়নি। বর্তমানে আমাদের ব্লকের অবস্থা অত্যন্ত শোচনীয়। নানা আর্থিক সমস্যা হচ্ছে এলাকার লোকজনের। তাই আমরা চাইছি ডেউচা-পাঁচামি কোল ব্লকের কাজ অবিলম্বে চালু করা হোক।’’
বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘ডেউচা-পাঁচামি কোল ব্লকের এক হাজারেরও বেশি মানুষ সম্মতিপত্র দিয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে দেওয়ানগঞ্জ-হরিণশিঙা থেকে কাজ শুরু করেছি। ডেউচা-পাঁচামির যে অংশটি রয়েছে, সেখানেও কাজ শুরু হবে।’’ অন্য দিকে, ২৫ তারিখ মহাসভার স্মারকলিপি সম্পর্কে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন, ‘‘জেলার সমস্ত জায়গা থেকেই মানুষ জেলাশাসকের কাছে আসবেন, এটাই কাম্য। আমি স্বাগত জানাচ্ছি সকলকে। সকলেই আমাদের কাছে সমান।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy