তপন খুন নিয়ে পুলিশের সাংবাদিক বৈঠক
ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রী নরেন কান্দু। দাদা নরেনই মেরেছেন ভাইকে। সেই সংক্রান্ত প্রমাণ রয়েছে পুলিশের কাছে। রবিবার এমনটাই জানালেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন। পাশাপাশি, তপন খুনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের যোগ নেই বলেও জানালেন তিনি।
শনিবার সকালে নরেনকে গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পর সন্ধ্যায় সুপার বলেন, রাজনৈতিক নয়, পারিবারিক কারণেই খুন হতে হয়েছে তপনকে। সেলভামুরুগনের কথায়, ‘‘ওই খুনের উদ্দেশ্য নিয়ে একটি বিষয় জানাতে চাই। এটা পারিবারিক ঝামেলার কারণে খুন। ভাইয়ে ভাইয়ে লড়াই। খুনের উদ্দেশ্য নিয়ে আর কোনও সন্দেহ নেই।’’
এর পর রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলভামুরুগন জানালেন, নরেনই যে ভাইকে মেরেছেন, তার প্রমাণ রয়েছে পুলিশের হাতে। তবে তদন্তের স্বার্থে সে বিষয়ে বিস্তারিত কিছু জানালেন না তিনি। সুপার বলেন, ‘‘সব প্রমাণ আদালতের হাতে তুলে দেওয়া হবে।’’ তপনের খুনে সম্প্রতি ঝাড়খণ্ড থেকে কলেবর সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বার সুপার বলেন, ‘‘নরেনকে খুনের জন্য কলেবরদের সাত লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল।’’
এর পরেই সাংবাদিকরা ঝালদার আইসি সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ তোলেন। সে বিষয়ে বলতে গিয়ে সুপার বলেন, ‘‘আমাদের হাতে যা তথ্য রয়েছে, তা পরিষ্কার তপন কান্দু খুনের ঘটনায় আইসি-র কোনও যোগ নেই।’’ প্রসঙ্গত, আইসি-র বিরুদ্ধে পূর্ণিমার বয়ান বদলের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের প্রমাণ হিসেবে প্রকাশ্যে এসেছিল একাধিক অডিয়ো ক্লিপ। সে প্রসঙ্গে সেলভামুরুগন বলেন, ‘‘ভাইরাল অডিয়ো ক্লিপের বিষয়টি সম্পূর্ণ আলাদা। ওটা নিয়ে এখনও তদন্ত চলছে। সবই পরীক্ষা করে দেখা হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy