Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Purulia Municipality

সাফাই কর্মীদের কর্মবিরতি, ঝাঁট দিলেন পুরপ্রধান

বুধবার সকালে পুরসভায় পৌঁছেই পুরপ্রধানের নজরে পড়ে পুরসভা চত্বরের চার দিকে গাছের শুকনো পাতা-সহ আবর্জনা ছড়িয়ে রয়েছে।

নবেন্দু মাহালি। নিজস্ব চিত্র

নবেন্দু মাহালি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ০৮:১০
Share: Save:

সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে বুধবার ঝাঁটা ধরতে হল পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালিকে।

বকেয়া বেতনের দাবিতে সপ্তাহখানেক ধরে সাফাই বিভাগের অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছে পুরুলিয়া পুরসভায়। তার জেরে শহরে মুখ থুবড়ে পড়েছে সাফাইয়ের কাজ। মঙ্গলবার সাফাই সমস্যা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করে পুরসভা। পুরপ্রধান মঙ্গলবার জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনে কর্মী সঙ্কোচনের পথে হাঁটবে পুরসভা। যে ক্ষেত্রে প্রয়োজন এবং যাঁদের দক্ষতা রয়েছে, সে রকম কর্মীদেরই রাখা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সকালে পুরসভায় পৌঁছেই পুরপ্রধানের নজরে পড়ে পুরসভা চত্বরের চার দিকে গাছের শুকনো পাতা-সহ আবর্জনা ছড়িয়ে রয়েছে। তারপরেই তিনি ঝাঁট দিতে শুরু করেন। পরে তিনি বলেন, ‘‘বেশ কয়েকদিন ধরেই পুরসভার সাফাই কর্মীরা কাজ করছেন না। পুরসভার কার্যালয়ে সাফাইয়ে দায়িত্বে থাকা কর্মীরাও কাজ করছেন না। বাধ্য হয়ে আমি নিজেই ঝাঁট দিয়েছি। কর্মচারীরা আপত্তি করেছিলেন। আমি তাঁদের বলি পুরসভা আমাদের কাছে মন্দিরের মতো। আসুন সবাই মিলে ঝাঁট দেব।’’

আন্দোলনকারী কর্মীদের তরফে সরোজিৎ স্যামুয়েল বলেন, ‘‘সংবাদ মাধ্যমের নজর কাড়তে এটা করা হয়েছে। পুরপ্রধান পরিষ্কার করতেই পারেন। তবে দু’মাসের মাইনে না পেলে আমরা কাজে যোগ দেব না। ধার করে কী ভাবে আমাদের সংসার চলছে আমরাই জানি।’’

অন্য বিষয়গুলি:

Purulia Municipality purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE