Advertisement
০২ নভেম্বর ২০২৪

বিপর্যয়ের কারণ খুঁজতে নির্দেশ

মঙ্গলবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির ছিলেন পুরুলিয়ায় দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী মলয় ঘটক।

তৃণমূল নেতৃত্ব। নিজস্ব চিত্র

তৃণমূল নেতৃত্ব। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
পুরুলিয়া শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ০২:৫৫
Share: Save:

দলীয় কার্যালয়ের চৌহদ্দি পেরিয়ে মানুষের কাছে যান—লোকসভা ভোটে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তৃণমূল নেতা-কর্মীদের এই নির্দেশ দিলেন দলের নেতৃত্ব।

মঙ্গলবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির ছিলেন পুরুলিয়ায় দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী মলয় ঘটক। বক্তৃতায় তিনি বলেন, ‘‘কেন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, তা আপনাদেরই খুঁজে বার করতে হবে। সে জন্য বাইরে বেরতে হবে।’’

মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে দলীয় কর্মীদের কাছে দলের বরিষ্ঠ জেলা সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মানুষ আমাদের কাছে টেনে নিয়েছিলেন। আমরা কেন দূরে সরে গিয়েছি, সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে। মানুষের কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চাইতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে। তাহলেই ফের মানুষ আমাদের কাছে টেনে নেবে।’’

কর্মীদের ‘বসে না থাকা’র পরামর্শ দিয়েছেন দলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। তাঁর কথায়, ‘‘আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে।’’ বুথ স্তর থেকে ফের নিবিড় জনসংযোগ গড়ে তোলার কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘‘মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমাদের সরকার মানুষের জন্য এত কাজ করেছে। তবু আমাদের থেকে মানুষ কেন মুখ ফেরালেন, তার কারণ খুঁজে বের করতে হবে।’’ তৃণমূল জেলা সম্পাদক নবেন্দু মাহালি জানান, প্রথমে ব্লক এবং তার পরে অঞ্চল সম্মেলন করার নির্দেশ দিয়েছেন পর্যবেক্ষক। ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে ওই সম্মেলনগুলি হবে। উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, বিধায়ক স্বপন বেলথরিয়া, শক্তিপদ মাহাতো, রাজীবলোচন সোরেন, পুরুলিয়ার পুরপ্রধান সামিমদাদ খান, যুব সভাপতি সুশান্ত মাহাতো-সহ অনেকেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE