অযোধ্যা পাহাড়তলি ১৫টি গ্রামের প্রায় ৪০০ দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল বন দফতর। বুধবার দুপুরে পুরুলিয়া বন বিভাগের ঝালদা বনাঞ্চলের খামার বিটে এই অনুষ্ঠানটি হয়।
একদা মাওবাদী উপদ্রুত অযোধ্যা পাহাড় জঙ্গল ঘেরা খামার, পার রি, এদেল দি, উহাতু, অলগারা-সহ প্রায় ১৫টি গ্রামের ৪০০ জন দুঃস্থ গ্রামবাসীর এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি করে বন দফতর। বন দফতরের প্রায় ১১টি বন সুরক্ষা কমিটির মধ্যে এই এলাকাগুলো পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের এডিএফও দেবরাজ সূর, ঝালদা বনাঞ্চলের বনাধিকারিক অমিয়বিকাশ পাল, খামার বিটের আধিকারিক অঙ্কিতা রায়-সহ ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।