Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Durga Puja 2020

বিজয়ার সন্ধ্যায় রোগীদের শুভেচ্ছা

হাসপাতালে ভর্তি থাকা এক আক্রান্তের কথায়, ‘‘বেশ কয়েকদিন ধরে ভর্তি রয়েছি। হাঁফিয়ে উঠেছি। তবে ওঁরা এসে আমাদের খোঁজ নিলেন। খুব ভাল লাগল।’’ 

ফল নিয়ে ডিএম। নিজস্ব চিত্র।

ফল নিয়ে ডিএম। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা  
পুরুলিয়া শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ০০:১৫
Share: Save:

কোভিড হাসপাতালের শয্যায় পুজো কাটানো মানুষজনের কাছে পৌঁছে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাল পুরুলিয়া জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় জেলাশাসক রাহুল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক (‌জেলা পরিষদ) আকাঙ্ক্ষা ভাস্কর, মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত-সহ পদস্থ আধিকারিকেরা শহরের সাউথ লেক লোডের কোভিড- হাসপাতালে গিয়ে প্রত্যেক কোভিড আক্রান্তের হাতে ‘ফ্রুট-বাস্কেট’ তুলে দেন। ছিল দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দেওয়া শুভেচ্ছাপত্রও।

জেলাশাসক বলেন, ‘‘বিজয়ার পরে একে অপরকে শুভেচ্ছা জানানো আমাদের সংস্কৃতি। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যায় যাঁদের পুজো কেটেছে, তাঁদের কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ নেই। জেলা প্রশাসন তাঁদের পাশে রয়েছে, এই বার্তা তাঁদের কাছে পৌঁছে দিতেই দশমীর সন্ধ্যায় কোভিড হাসপাতালে যাওয়া। ওই মানুষগুলি কোনও ভাবে যাতে মনে না করেন, তাঁদের পাশে কেউ নেই।’’ শুভেচ্ছা জানানোর পাশাপাশি, আক্রান্তদের চিকিৎসার খোঁজ-খবর নেন অতিরিক্ত জেলাশাসক। বিভিন্ন রোগীর কাছে বেশ কিছু সমস্যার কথা জেনে পরে হাসপাতালেই স্বাস্থ্য দফতরের প্রতিনিধি ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। হাসপাতালে ভর্তি থাকা এক আক্রান্তের কথায়, ‘‘বেশ কয়েকদিন ধরে ভর্তি রয়েছি। হাঁফিয়ে উঠেছি। তবে ওঁরা এসে আমাদের খোঁজ নিলেন। খুব ভাল লাগল।’’

এ দিন জেলার অন্য তিনটি সেফ হোমে গিয়েও জেলা প্রশাসনের তরফে আক্রান্তদের ফল ও শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয়।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2020 Cornavirus in West Bengal Greetings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE