আগুনে ভস্মীভূত হয়ে গেল পাথরবোঝাই একটি ডাম্পার। বীরভূমের নলহাটি থানা তিলোরা সেতুর উপর ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর। জখম ডাম্পারের চালক এবং খালাসি। তাঁদের উদ্ধার করে স্থানীয় লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নলহাটি থেকে পাথরবোঝাই করে ডাম্পারটি মোড়গ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই ডাম্পারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লোহাপুর ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। রামপুরহাট থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আগুনে ভস্মীভূত ডাম্পারটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই ডাম্পারে আগুন ধরে যায়। তবে, এখনও পর্যন্ত তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানায়নি দমকল।