Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Sanitization

গলিঘুঁজিও জীবাণুমুক্ত করা চলছে পুরুলিয়ায়

পুরুলিয়ার পুরপ্রধান সামিমদাদ খান জানান, পুরসভার সাফাই ও স্বাস্থ্য বিভাগ এক সঙ্গে এই কাজ করছে।

ছেটানো হচ্ছে জীবাণুনাশক। পুরুলিয়া শহরে। নিজস্ব চিত্র

ছেটানো হচ্ছে জীবাণুনাশক। পুরুলিয়া শহরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০২:৫৬
Share: Save:

ব্লিচিং ও ফিনাইলের মিশ্রণ দিয়ে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ড জীবাণুমুক্ত করা শুরু হল। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক সুমিত বক্সী জানান, প্রতিদিন অন্তত দু’টি ওয়ার্ডে জীবাণুনাশক ছেটানো হচ্ছে।

পুরুলিয়ার পুরপ্রধান সামিমদাদ খান জানান, পুরসভার সাফাই ও স্বাস্থ্য বিভাগ এক সঙ্গে এই কাজ করছে। কিছু অব্যবহৃত জলের ট্যাঙ্কার ছিল। সেগুলিকে কাজে লাগানো হচ্ছে। জোগাড় করা হয়েছে ‘স্প্রে’ করার যন্ত্র। সঙ্গে কিছু ফোয়ারা থেকে মোটর খুলে আনা হয়েছে।

আগেই বড়হাট লাগোয়া রাস্তা জলকামান দিয়ে জীবাণুমুক্ত করেছে পুলিশ। দমকল আর পুরসভা মিলে ‘স্যানিটাইজ়’ করা হয়েছে শহরের মূল রাস্তা। কিন্তু বিভিন্ন পাড়ার অলিগলিও জীবাণুমুক্ত করা দরকার বলে মনে করছিল পুরসভা।

পুরপ্রধান জানান, সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়ার নির্দেশ দেন। সামিমদাদ বলেন, ‘‘আমরা জানিয়েছি, পুরসভা গুরুত্ব দিয়েই কাজ করছে।’’

অন্য বিষয়গুলি:

Sanitization Purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE