Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
NEET

নিটেও চমক সিমলাপালের অর্ণবের

অর্ণবের সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। ‘ন্যাশনাল ট্যালেন্ট সার্চ’ ২০২১-এর ‘স্টেজ ১’-এ রাজ্যে প্রথম হয়েছিলেন তিনি।

অর্ণব পতি। নিজস্ব চিত্র

অর্ণব পতি। নিজস্ব চিত্র suvendutantubay9@gmail.com

নিজস্ব সংবাদদাতা
সিমলাপাল শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ০৭:২৮
Share: Save:

এ বছরের নিট-এ মেধাতালিকায় ১৯তম স্থান দখল করেছেন বাঁকুড়ার সিমলাপালের অর্ণব পতি। রাজ্যে তৃতীয় হয়েছেন তিনি। চলতি বছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থানে ছিলেন মদনমোহন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া অর্ণব। এ বছর জয়েন্টে (মেন) ৯৯.৯৪ নম্বর পেয়েছিলেন তিনি। ক্রমতালিকায় তাঁর জায়গা ছিল ৮৩০ নম্বরে। ২০২১-এ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন অর্ণব।

অর্ণবের সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। ‘ন্যাশনাল ট্যালেন্ট সার্চ’ ২০২১-এর ‘স্টেজ ১’-এ রাজ্যে প্রথম হয়েছিলেন তিনি। কেভিপিওয়াই ২০২২-এর সর্বভারতীয় মেধা তালিকায় তিনি ছিলেন ৭৮ নম্বরে। অর্ণব জানান, তাঁর সাফল্যের পিছনে বিদ্যালয়, শিক্ষক, গৃহশিক্ষক, পরিবারের পাশাপাশি কয়েকটি অনলাইন কোচিং সেন্টার-এর অবদান রয়েছে। তাঁর বাবা চঞ্চল পতি পেশায় ইঞ্জিনিয়ার। মা রুম্পা নার্স।

চঞ্চল জানান, প্রতিদিন প্রায় দশ ঘণ্টা পড়তেন তাঁর ছেলে। নিত্য যোগাসন করেন অর্ণব। অবসরে গান শুনতে ও ক্রিকেট ম্যাচ দেখতে ভালবাসেন। অর্ণব জানান, চিকিৎসা বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতেচান তিনি।

অন্য বিষয়গুলি:

NEET Simlapal Medical Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy