ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতার মিছিলে আবার তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ বীরভূমে। মুরারইয়ে তৃণমূলের চার বারের সাংসদের বিরুদ্ধে উঠেছিল স্লোগান। এ বার শতাব্দীর ছবিতে কালি লেপে কাটাকুটি করে মিছিল করলেন বিক্ষোভকারীরা। তবে এ বারের মিছিলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় নেতৃত্বের। তাঁরা জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে কেউ কেউ তৃণমূল সাংসদের উপর ক্ষোভপ্রকাশ করেছেন। তবে এটি বিচ্ছিন্ন ঘটনা।
গত বুধবার মুরারইয়ের মিছিলে শতাব্দীর উদ্দেশে ‘স্যালাইন এমপি-কে মানছি না, মানব না’ বলে স্লোগান দেওয়া হয়। তৃণমূলের মিছিলে তাঁর উদ্দেশে ক্ষোভের প্রসঙ্গে সাংসদ জানিয়েছিলেন, যাঁরা এই কাজ করেছেন, তাঁরা তৃণমূলের লোক হতে পারেন না। শুক্রবার সিউড়িতে ওয়াকফ বিলের প্রতিবাদ মিছিলে দেখা যায় শতাব্দীর বেশ কয়েকটি ছবি উঁচিয়ে হেঁটে যাচ্ছেন বিক্ষোভকারীরা।
ছবির উপরে জুতোর ছাপ দেওয়া। কালো রং দিয়ে কাটাকুটি করে রাখা হয়েছে। এ নিয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘ওয়াকফ (সংশোধিত) আইনের বিরুদ্ধে প্রতিবাদ তো কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় হচ্ছে না। বিভিন্ন জায়গার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছেন। কোনও কোনও জায়গার মানুষ এই কাজ করে থাকতে পারেন। তবে সংখ্যালঘু মানুষের মনে সাংসদ শতাব্দীর জায়গা রয়েছে। কোথাও বিক্ষোভ হলে সেটা বিচ্ছিন্ন ঘটনা।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, সংসদে যে দিন ওয়াকফ বিল পাশ হয়, সে দিন তৃণমূল সাংসদ শতাব্দী সেখানে উপস্থিত ছিলেন না। পরে নিজের অনুপস্থিতির কারণ হিসাবে অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি। শতাব্দী বলেন, এতটাই অসুস্থ ছিলেন যে তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। স্যালাইন নিতে হয়েছে। তার পরেই এই বিক্ষোভের ঘটনা।