ঝড়ের গতিতে বাইক চালানো নিয়ে একাধিক বার পুলিশ রাস্তায় আটকে সাবধান করেছিল যুবককে। কিন্তু কথা কানে তোলেননি বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ধারাপাট গ্রামের বছর পঁচিশের যুবক আকাশ বাউরি। সেই গতিই এ বার প্রাণ কেড়ে নিল আরও এক আকাশের। ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দু’জনেরই। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনেরই নাম আকাশ বাউরি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ওন্দা থানার কাঁটাবাড়ি এলাকার বছর উনিশের বন্ধু আকাশ বাউরিকে বাইকের পিছনে চাপিয়ে ধারাপাট গ্রামের বছর পঁচিশের যুবক আকাশ বাউরি রবিবার সন্ধ্যার মুখে রাধানগরের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিলেন। স্থানীয় দ্বারিকা গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে যাওয়া একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাইকটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। বাইকে থাকা দুই সওয়ারি ছিটকে পড়েন রাস্তায়। দ্রুত দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর আহতকে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা হয়নি। রবিবার রাতে চিকিৎসারত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার কবলে পড়া বাইকটির গতি ছিল মাত্রাতিরিক্ত। অতিরিক্ত গতির কারণেই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে বলে দাবি স্থানীয়দের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক চালক মৃত আকাশ বাউরি সাধারণত মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালানোয় অভ্যস্ত। আগে বেশ কয়েক বার রাস্তায় আটকে তাঁকে সতর্ক করা হয়। বিষয়টি ওই যুবকের পরিবারকেও জানানো হয়েছিল। পুলিশের দাবি, তার পরেও ওই যুবক সতর্ক না হওয়ায় এ ভাবে গতির বলি হতে হল। সোমবার মৃত দুই আকাশ বাউরির দেহের ময়নাতদন্ত করানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে।