Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Suvendu Adhikari

রাজেশের পরিবারকে ১০ লক্ষের চেক শুভেন্দুর

মঙ্গলবার বিকেলে মহম্মদবাজারে বেলঘড়িয়া গ্রামে রাজেশের বাড়িতে আসেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে পাঁচ জনের একটি প্রতিনিধি দল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মহম্মদবাজার শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০২:০৬
Share: Save:

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিহত জওয়ান রাজেশ ওরাংয়ের পরিবারকে সমবেদনা জানালেন ও আর্থিক সাহায্য করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বিকেলে মহম্মদবাজারে বেলঘড়িয়া গ্রামে রাজেশের বাড়িতে আসেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে পাঁচ জনের একটি প্রতিনিধি দল। রাজেশের পরিজনদের সঙ্গে ল্যাপটপের মাধ্যমে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন মন্ত্রী। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান, রাজেশকে শ্রদ্ধা জানান এবং সব সময় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি উপস্থিত প্রতিনিধিদলের মাধ্যমে সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দুটি পাঁচ লক্ষ টাকার চেক রাজেশের বাবা সুভাষ ওরাংয়ের হাতে তুলে দেন। কয়েকদিন পর তিনি বাড়িতে এসে দেখা করবেন ও বাড়িতেই একটি রাজেশের একটি মূর্তি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান শুভেন্দু।

এ দিন রাজেশের বাড়িতে আসেন ঝাড়খণ্ডের রানিশ্বর ময়ূরাক্ষী গ্রামীণ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবদুল রইস খান। রাজেশের বোন শকুন্তলা ওই কলেজের ছাত্রী। তিনি রাজেশের ছবিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শকুন্তলার হাতে কলেজের চতুর্থ সিমেস্টারের সমস্ত নথিপত্রের সাথে মার্কশিট তুলে দেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজেশের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও চাকরি দেওয়া হবে। তাই চাকরির ক্ষেত্রে শকুন্তলার যাতে কোনও সমস্যা না হয় তাই নথি ও মার্কশিট দেওয়া হল।’’ কলেজে আরও পড়াশোনা করার জন্য কোনও ফি নেওয়া হবে না বলেও জানান তিনি। এ দিন অধ্যক্ষের সঙ্গে ছিলেন কলেজের শিক্ষক মজিদ নাদিম আহসান এবং ল্যাব টেকনিশিয়ান কল্যাণ পাল।

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari AINC India-China Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy