Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Firhad Hakim

বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দুকে মানুষ ক্ষমা করবে না: সৌগত

সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল শিশির অধিকারীকে। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য জনসভায় থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন।

কাঁথির মঞ্চে সৌগত রায়। —নিজস্ব চিত্র

কাঁথির মঞ্চে সৌগত রায়। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৫:০০
Share: Save:

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর খাসতালুক কঁথিতে প্রথম মিছিল করল তৃণমূল। নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে মিছিলে যোগ দেননি অধিকারী পরিবারের কেউ যোগ দেননি।

মিছিলের পর কাঁথিতে জনসভা করছে তৃণমূল। তৃণমূলের এই মিছিল এবং সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু দল ছাড়লেও তৃণমূলের যে তেমন কোনও ক্ষতি হয়নি, মিছিল ও সভা থেকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করল তৃণমূল।

পাশাপাশি সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল শিশির অধিকারীকে। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য জনসভায় থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন। অন্য দিকে শুভেন্দু তৃণমূল ছাড়লেও তাঁর পরিবারের সদস্যদের মনোভাব কী তা বুঝতেও এই সভা তৃণমূলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

লাইভ আপডেট:

• কাঁথিকে শুরু হল তৃণমূলের সভা

ফিরহাদের বক্তব্য:

• আজ কাঁথিতে যা দেখলাম, তাতে পূর্ব মেদিনীপুরের সব কটি আসনই জিতব

• আমরা শুধু বলি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকব

• তাঁদের সঙ্গে এত বড় প্রতারণা করলে?

• আন্দোলন করেছিল শেখ সুপিয়ানরা, আর তোমাকে ধরে নিয়ে গিয়ে নেতা বানিয়েছিল

• আর শুভেন্দু অমিত শাহের পা যেদিন ধরল, আমার মনে হল, এই দিন দেখার চেয়ে মৃত্যু হওয়া ভাল ছিল

• কৈলাস বিজয়বর্গীয়র ছেলে বিজেপির নেতা নয়? রাজনাথ সিংহের ছেলে বিধায়ক নয়?

• আর অমিত শাহ-র নিজের ছেলে জয় শাহ, বিরাট ক্রিকেটার, নাকি বিরাট ভাষ্যকার? সে কি করে বিসিসিআই-এর পদে বসল?

• আর তোমাদের দলে, অনুরাগ ঠাকুর, তাঁর বাবা মুখ্যমন্ত্রী ছিলেন না, প্রিয়ঙ্কা মুন্ডে গোপীনাথ মুন্ডের ছেলে নয়?

• আর তুমি বলছ পরিবারতন্ত্রের কথা? শিশির অধিকারী না থাকলে ওই বাড়িতে বসে থাকতে হত, কেউ চিনত না

• পরিবারতন্ত্রের কথা বলছেন? ২০০০ সালে নমিনেশন পেয়েছিলেন, ২০০১-এ পেয়েছিলেন, ২০০৮ এ নমিনেশন পেয়েছিলেন, কিসের জন্য পেয়েছিলেন? কোনও আন্দোলন করেছেন? শিশির অধিকারীর জন্য পেয়েছিলেন

• লজ্জা লাগে, যখন তাঁকে আমার সহকর্মী বলতে হয়

• সারা দেশে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আর আপনি তাদের দলেই যোগ দিয়েছেন? লজ্জা করে না আপনার

• তার পর একটা দিন আসবে, যখন কৃষকের জমি কর্পোরেটের হাতে চলে যাবে, আর কৃষকরা নিজের জমিতে শ্রমিকের কাজ করবে

• একটা সময় আসবে, যখন কৃষকের কৃষি বাজার উঠে যাবে

• সেই কৃষকদের যাঁরা বেচে দিতে চাইছেন, তাঁদের দলে যোগ দিয়েছেন?

• লজ্জা করে না আপনার, নন্দীগ্রামে কৃষকদের হয়ে আপনি আন্দোলন করেছেন

• শুভেন্দু চলে যাওয়ায় খুশি হয়েছেন তৃণমূল কর্মীরা

সৌগতর বক্তব্য:

• বিশ্বাসঘাতকতার জন্য মানুষ শুভেন্দুকে ক্ষমা করবে না

• কিন্তু গতকাল বলেছে শুনলাম, ও বলেছে তোলাবাজ ভাইপোকে হঠাও

• সেদিন বলেছিল, অভিষেকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই

• আমি অভিষেক, প্রশান্ত কিশোর ও শুভেন্দুকে এক সঙ্গে কথা বলিয়েছিলাম

• শুভেন্দুকে আমি অনেক দিন ধরে চিনি, শিশিরবাবুকে তাঁর আগে থেকেই চিনি

• শুভেন্দু আজ মিরজাফরদের দলে, এটাই দুঃখের

• সিরাজদৌল্লা হেরে গিয়েছেন, কিন্তু মানুষ তাঁকে মনে রেখেছে

• কাঁথির একজন নাম লেখালেন বাংলার বিশ্বাসঘাতকদের সঙ্গে

• স্বাধীনতা সংগ্রামের বাংলায় আমরা ভুলব না

• বাংলার অষ্মিতা, বাংলার আত্মসম্মাান আমরা কোনওদিন ভুলব না

• আর দিলীপ ঘোষ, উনি একটা ক্ষ্যাপা ষাঁড়ের মতো, যখন-তখন যাকে-তাঁকে গুঁতিয়ে দিচ্ছে

• পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ ব্যর্থ বলেই বাইরে থেকে হনুমানরা ধুপ ধুপ করে লাফিয়ে লাফিয়ে এ রাজ্যে পড়ছে

• বাংলার নেতাদের উপর ওঁদের ভরসা নেই, তাই বাইরে থেকে আসছেন

• সেই মর্গ থেকে লাশ বের করছেন, আর বলছেন বিজেপির কর্মী খুন হয়েছে

• কর্মীরা বলছে লাশ তো নেই, তখন বলছেন মর্গে তো লাশ আছে

• কৈলাস বিজয়বর্গীয় এসে শুধু বলছেন ‘কই লাশ’, ‘কই লাশ’

• বর্গীরা আমাদের দেশে লুঠতরজা করত

• ওরা একটা মালকে এ রাজ্যে পাঠিয়েছে, তার নাম কৈলাস বিজয়বর্গীয়

• এঁদের বদলি করার কোনও অধিকার কেন্দ্রের নেই, যদি বেআইনি ভাবে করে, তা হলে লড়াই হবে

• কিন্তু ওরা রাজ্যের আইপিএস অফিসারদের বদলি করে দিয়েছে

• কিন্তু সামান্য একটা বিষয়কে এমন করছে যেন ভারত-চিন যুদ্ধ বেধে গিয়েছে

• যেতে গিয়ে তাঁদের কনভয়ে ইট-পাটকেল ছোড়া হয়েছে

• তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গেলেন

• আর কোনও জায়গা পেলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে সভা করলেন

• জে পি নড্ডা পশ্চিমবঙ্গে এসেছিলেন

• কোনও সুন্দর ব্যক্তি সেই আন্দোলন করেনি

• নন্দীগ্রামের আন্দোলন করেছেন শেখ সুপিয়ানরা, আমরা বাইরে থেকে সমর্থন করেছি

• মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে না গেলে জাতীয় স্তরে এত বড় প্রচার পেত না

• নন্দীগ্রামে যে দিন গুলি চলল, আমরা গিয়েছিলাম

• মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করতে হবে

• আয়ুষ্মান ভারত প্রকল্প আমরা গ্রহণ করিনি, কারণ ওই প্রকল্পের চেয়ে রাজ্যের স্বাস্থ্যসাথী অনেক ভাল

• স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বছরে ৫ লক্ষ টাকা পাবেন

• এই অতিমারির সময় রামমন্দিরের সূচনা হয়েছে

• এরা শুধু ধর্মের নামে রাজনীতি করে বেড়ায়

• এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে

• এরা গ্যাসের দাম বাড়াতে বাড়াতে চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছে

• কোভিডের জন্য আন্দোলন হচ্ছে না, কিন্তু এই অতিমারি গেলেই এই সরকারের বিরুদ্ধে দেশবাসীকে একজোট করতে হবে

• এরা গোটা দেশকেই বেচে দিচ্ছে

• এরা এলআইসি-কে বেচে দিতে চাইছে, এরা বিএসএনএল বেচে দিতে চাইছে

• এর পর ট্রেনে লেখা থাকবে অম্বানী এক্সপ্রেস, আদানি এক্সপ্রেস

• বিমানবন্দর, রেল বিক্রি করে দিচ্ছে

• দেশটাকে বিক্রি করতে শুরু করেছে এঁরা

• সরকারি সংস্থাগুলিকে বেচে দিতে চাইছে মোদী সরকার

• তাঁদের মধ্যে রয়েছেন নীরব মোদী, মেহুল চোক্সী, বিজয় মাল্যরা

• বড় বড় লোকের টাকা নিয়ে নরেন্দ্র মোদীর বন্ধুরা টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন

• এমন দলে যোগ দিয়েছেন, যে দল স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল

• যাঁরা তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা বলছেন, যাঁরা সতীশ সামন্তর কথা বলছেন, তাঁরাই অন্য় দলে যোগ দিয়েছেন

• সেই পবিত্র মাটির এক জন নাথুরাম গডসের দলে যোগ দিয়েছেন

• তমলুকে সতীশ সামন্তরা জাতীয় সরকার ঘোষণা করেছিলেন, ৩ বছর ইংরেজের পুলিশ ঢুকতে পারেনি

• আমি বীরেন্দ্র শাসমলকে শ্রদ্ধা জানাই, তিনি বলেছিলেন, আমাকে যেন সোজা করে পোড়ানো হয়, কারণ ইংরেজদের কাছে আমি মাথা নত করিনি কখনও, এটাই হচ্ছে কাঁথি

• অমিত শাহ দু’বার আসুন আর ১০ বার আসুন, এখানে কিছুই করতে পারবেন না

• এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, আমি চ্যালেঞ্জ করছি, এ রাজ্যে বিজেপি এ বার তিন অঙ্কের আসনেও পৌঁছতে পারবে না

• আমি জানি না, অমিত শাহ কোন নেশা করেন

• বলছেন বিজেপি ২০০-র বেশি আসন পাবে না

• দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে হনুমানের মতো লাফিয়ে এ রাজ্যে চলে আসছেন

• কোভিডের টিকা সবাইকে দিতে হবে

• অতিমারি চলছে, কিন্তু টিকা কবে আসবে কেউ জানে না

• আমরা নরেন্দ্র মোদীকে, কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই

• পরিযায়ী শ্রমিকরা কোভিডের সময় বিপদে পড়েছিলেন, তাঁদের একটা টাকাও দেয়নি

• আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন, কৃষকদের অভিনন্দন জানিয়েছেন

• দিল্লির কৃষকদের আন্দোলনকে আমরা সমর্থন জানাই, স্যালুট জানাই

• নরেন্দ্র মোদী কৃষিক্ষেত্রে বড় শিল্পগোষ্ঠী, আদানি-অম্বানীদের ঢোকার সুযোগ করে দিচ্ছে

• দিল্লির সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা

• দিঘার সমুদ্র থেকে যেমন দু’কলসি জল নিলে কিছু হয় না, তেমন তৃণমূল থেকে কেউ গেলে তৃণমূলের কিছু যাবে-আসবে না

• মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প হয় না

অন্য বিষয়গুলি:

Firhad Hakim Contai TMC Saugata Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy