পিএসইউ-র বিক্ষোভ এবং রাজ্য কাউন্সিল অধিবেশন।
রাজ্য সংগঠনে নতুন নেতৃত্ব বেছে নিয়ে জাতীয় শিক্ষানীতি এবং নিয়োগে দুর্নীতির প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখার কথা বলল পিএসইউ। ক্রান্তি প্রেসের প্রেক্ষাগৃহে রবিবার ‘আনিস খান মঞ্চে’ আরএসপি-র এই ছাত্র সংগঠনের রাজ্য কাউন্সিল অধিবেশন থেকে নতুন রাজ্য সম্পাদক হয়েছেন কৌশিক ভৌমিক ও রাজ্য সভাপতি হয়েছেন হবিবুর রহমান সোহেল। বিদায়ী রাজ্য সম্পাদক নওফেল মহম্মদ সাফিউল্লা এখন সংগঠনের সাধারণ সম্পাদক। রাজ্য কাউন্সিল অধিবেশনের পরে এ দিনই মৌলালিতে শান্তি-সম্প্রীতির ডাক দিয়ে এবং এসএসসি ও টেট-দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে পিএসইউ। মিছিল শেষে সাফিউল্লার অভিযোগ, ছাত্রদের শিক্ষার ও শিক্ষান্তে কাজের অধিকারকে ভুলিয়ে দিতে সরকার পরিকল্পিত ধর্মীয় বিভাজনের পরিবেশ তৈরি করেছে৷
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy