Advertisement
৩০ অক্টোবর ২০২৪
BJP Central Team

অভিষেকের কেন্দ্রে দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় দল, আটকে দেওয়া হল গাড়ি

দক্ষিণ ২৪ পরগনার আমতলায় বিজেপির কেন্দ্রীয় দলের সদস্য বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। তাঁরা ক্ষোভ উগরে দিলেন দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে।

বিক্ষোভের মুখে বিপ্লব দেব।

বিক্ষোভের মুখে বিপ্লব দেব। —নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আমতলা শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১২:৩৪
Share: Save:

‘ঘরছাড়া’ এবং ‘আক্রান্ত’ কর্মীদের অভিযোগের কথা শুনতে এসে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপির কেন্দ্রীয় দলকে। মঙ্গলবার বেলায় দক্ষিণ ২৪ পরগনার আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। তাঁরা ক্ষোভ উগরে দেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সরদারের বিরুদ্ধে।

ভোট পরবর্তী হিংসার ‘শিকার’ বিজেপি কর্মীদের একাংশ আশ্রয় নিয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত পদ্মপ্রার্থী অভিজিৎ দাস (ববি)-এর বাড়িতে। মঙ্গলবার জেলারই বিষ্ণুপুরের দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করে এলাকা পরিদর্শনে বেরোন কেন্দ্রীয় দলের সদস্যেরা। বিজেপি সূত্রে জানা যায়, তাঁদের পরবর্তী গন্তব্য আলতাবেড়িয়া। কিন্তু রাস্তায় হাত দেখিয়ে বিপ্লবদের গাড়ি থামান দলেরই কর্মী-সমর্থকেরা। মহিলাদের একাংশ গাড়ি থেকে তাঁকে নেমে আসার অনুরোধ জানান। এর পাশাপাশি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা দাবি করেন, ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর আক্রান্ত কর্মীদের খোঁজখবর নেওয়া হয়নি। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলারও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনার প্রকাশ্যে আসছে। কোথাও আক্রান্ত হচ্ছেন শাসকদল তৃণমূলের কর্মীরা, কোথাও আবার বিরোধীরা। বিজেপির অভিযোগ, তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা করছে তৃণমূলের দুষ্কৃতীরা। ভোট পরবর্তী এই ‘হিংসা’র পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল রবিবারই রাজ্যে এসে পৌঁছয়। সেই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। সোমবার দলের সদস্যেরা কোচবিহারে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার দলটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে আসে।

প্রসঙ্গত, আমতলা, বিষ্ণুপুর দু’টি জায়গাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লোকসভা নির্বাচনে সাত লক্ষেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। ভোটের ফলপ্রকাশের পরেই বিজেপি অভিযোগ করেছিল, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক জায়গায় দলের কর্মী-সমর্থকেরা তৃণমূলের হাতে ‘আক্রান্ত’। এ বার অভিষেকের কেন্দ্রে আক্রান্ত কর্মী-সমর্থকদের অভিযোগ শুনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপির কেন্দ্রীয় দলকেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE