Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Subir Dutta

৩ সপ্তাহের লড়াই শেষ, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু প্যাথলজিস্ট সুবীর দত্তর

কলকাতার তালতলায় বেসরকারি নমুনা পরীক্ষা কেন্দ্র সায়েন্টিফিক ক্লিনিক্যাল ল্যাবরেটরির একজিকিউটিভ ডিরেক্টর ছিলেন সুবীর দত্ত।

প্রয়াত সুবীর দত্ত।

প্রয়াত সুবীর দত্ত। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৩:২৪
Share: Save:

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্যাথলজিস্ট সুবীর দত্তের। গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯০ বছর।

গত ২৫ এপ্রিল কোভিড সংক্রমণ ধরা পড়ে নবতিপর এই প্যাথলজিস্টের। সেই থেকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না।

কলকাতার তালতলায় বেসরকারি নমুনা পরীক্ষা কেন্দ্র সায়েন্টিফিক ক্লিনিক্যাল ল্যাবরেটরির এগ্‌জিকিউটিভ ডিরেক্টর ছিলেন সুবীর দত্ত। রাজ্যের অন্যতম অভিজ্ঞ প্যাথলজিস্ট তিনি। এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের ডিন ছিলেন। জাতীয় স্তরেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE