Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Mamata Banerjee

মিড ডে মিলের বরাদ্দের পাশাপাশি সমগ্র শিক্ষা মিশনেও ৫৭৬ কোটি দিল কেন্দ্রীয় সরকার

অর্থ পাঠালেও যে পশ্চিমবঙ্গের মিড ডে মিল পরিষেবা নিয়ে কেন্দ্রীয় নজরদারি চলবে, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ রাজ্যের মিড ডে মিল নিয়ে অডিট চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে গত মার্চ মাসেই।

Prime minister Narendra Modi government has sent 1214 crore rupees for mid day meal and Samagra siksha mission to west bengal government led by Mamata Banerjee

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০৬টি প্রকল্পে রাজ্যের মোট বকেয়ার পরিমাণ এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১১:৩২
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনের ধর্নার পরই জোড়া বরাদ্দ পেল রাজ্য সরকার। মিড ডে মিলের খাতে ৬৩৮ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি সমগ্র শিক্ষা মিশনেও রাজ্যের বরাদ্দ পাঠানো কেন্দ্রীয় সরকার। সমগ্র শিক্ষা মিশনের খাতে রাজ্যকে দেওয়া হয়েছে আরও ৫৭৬ কোটি টাকা। দুই খাতে বরাদ্দ মিলিয়ে মোট ১২১৪ কোটি টাকা বকেয়া পাওনা রাজ্যকে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। দু’টি প্রকল্পের ক্ষেত্রেই এটা গত আর্থিক বছরের দ্বিতীয় কিস্তির টাকা। কিন্তু তা এল নতুন অর্থবর্ষের প্রথম দিনেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার পরেই জোড়া বরাদ্দ পাওয়াকে ‘ইঙ্গিতপূর্ণ’ বলেই মনে করছে রাজ্য রাজনীতির কারবারিদের একাংশ। কারণ, রাজ্যের মিড ডে মিল নিয়ে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগে তদন্ত করতে গত জানুয়ারি মাসে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই তদন্তের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে দু’টি ক্ষেত্রে এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে মনে করছেন নবান্ন।

অর্থ পাঠালেও যে পশ্চিমবঙ্গের মিড ডে মিল পরিষেবা নিয়ে কেন্দ্রীয় নজরদারি চলবে, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ, রাজ্যের মিড ডে মিল নিয়ে অডিট চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে গত মার্চ মাসেই। মিড ডে মিল এবং সমগ্র শিক্ষা মিশন নিয়ে বকেয়া বরাদ্দ পাঠালেও, অন্য ক্ষেত্রে বকেয়ার টাকা কবে পাওয়া যাবে, তা নিয়ে কোনও সংবাদ নবান্নকে জানায়নি দিল্লির সরকার। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যে দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি দেওয়ার কথা জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। তা সত্ত্বেও ওই খাতে বরাদ্দ দেয়নি কেন্দ্র, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে আলোচনার পরেও বরাদ্দ আটকে রাখা হয়েছে। এমনকি তৃণমূল সাংসদরা সম্মিলিত ভাবে দিল্লিতে বিষয়টি নিয়ে সরব হলেও বকেয়া পাওনা নিয়ে চুপ রয়েছে কেন্দ্র। ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়ার পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। আবার আবাস যোজনায় ২ হাজার ৮০০ কোটি টাকাও বকেয়া রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০৬টি প্রকল্পে রাজ্যের মোট বকেয়ার পরিমাণ এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও যার অনুরণন শোনা যায়।

সেই বিপুল পরিমাণ বকেয়ার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী বুধ এবং বৃহস্পতিবার রেড রোডে ধর্না দিয়েছেন। ধর্নার শেষের দিন তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাজধানী দিল্লিতে গিয়ে ধর্না দেওয়ার। আর সেই হুঁশিয়ারির পর অল্প হলেও, রাজ্য পেল তার বকেয়া বরাদ্দের একাংশ। আর এই পাওনা গত অর্থবছরের বলে জানিয়েছেন বিকাশ ভবন। তবে এই বরাদ্দের পরেও যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বজায় থাকবে সে বিষয়ে নিশ্চিত রাজ্য রাজনীতির কারবারিদের একাংশ।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Narendra Modi TMC BJP Mid Day Meal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy