সিবিআই আদালতে হাজির দিলেন না প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ‘সহযোগী’ হিসাবে চিহ্নিত বিজেপি নেতা অরুণ হাজরা। সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে তাঁর নাম রয়েছে। সেই কারণেই তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার আদালতে হাজিরা দিলেন না অরুণ ওরফে চিনু।
চার্জশিটে সিবিআই দাবি করেছে, চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলে সুজয়কে দিয়েছিলেন চিনু। তার ভিত্তিতেই আদালত তাঁকে তলব করেছিল। শুক্রবার চিনুর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল অসুস্থ। তাই তিনি হাজিরা দিতে পারেননি। এর পরেই বিচারক জানিয়ে দেন, চিনুকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী সপ্তাহে মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। সেই তাঁকে আদালতে হাজিরা দিতে হবে বলে জানিয়ে দেন বিচারক।
সিবিআই চার্জশিটে বলা হয়েছে, প্রাথমিকের দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ‘দালাল’ হিসেবে চিনুকে নিয়োগ করেছিলেন এবং চিনু প্রাথমিক শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদের শিক্ষাকর্মী, এসএসসি-র মাধ্যমে নিযুক্ত শিক্ষক, কর্মশিক্ষা-শারীরশিক্ষার শিক্ষক, সংগঠক শিক্ষক এবং রেলে চাকরির জন্য মোট ৭৮ কোটি টাকা চাকরিপ্রার্থীদের কাছ থেকে তুলেছিলেন। তার মধ্যে সাড়ে ১১ কোটি টাকা প্রাথমিক শিক্ষক পদের জন্য ‘কাকু’-কে দেওয়া হয়েছিল।