প্রতীকী ছবি।
আবারও কেরোসিনের গণবণ্টন ব্যবস্থার অন্তর্ভুক্ত মূল্যবৃদ্ধি। লিটারে প্রায় দু’টাকা বাড়তে চলছে গ্রাহকমূল্য।
জুলাই মাসে কলকাতা ও বিধাননগরে ২৬.৮০ টাকা মূল্যে কেরোসিন কিনতে হয়েছে গ্রাহককে। অগস্টে তার থেকে প্রায় দু’টাকা অতিরিক্ত মূল্য দিতে হবে তাঁদের। অর্থাৎ, গ্রাহক মূল্য হতে চলেছে প্রায় ২৯ টাকা। কলকাতার তুলনায় দূরত্ব অনুসারে জেলায় আরও দু-তিন টাকা বেশি দামে কিনতে হয় গ্রাহককে। ফলে সেখানে এক লিটারের দাম প্রায় ৩১-৩২ টাকা হতে চলেছে বলে খবর।
পশ্চিমবঙ্গ কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে কেরোসিনের দাম বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর নেই। অথচ দেশে প্রায়শই দাম বৃদ্ধি হচ্ছে কেরোসিনের। গণবন্টন ব্যবস্থার কেরোসিনের দাম নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে আমজনতার অনেকের বক্তব্য, মানুষের রোজগারে টান পড়ছে আর পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হয়েই চলছে। কেন্দ্রীয় সরকার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে, তা বলাই বাহুল্য বলে দাবি অনেকের। জুন মাসের তুলনায় জুলাই মাসেই কেরোসিনের দাম বেড়েছিল প্রায় দশ টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy