কংগ্রেসে ফিরতে পারেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। সব ঠিকমতো এগোলে কলকাতায় এআইসিসি-র পর্যবেক্ষকের উপস্থিতিতে পুরনো দলে ফের যোগ দিতে পারেন তিনি। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কিছু দিন আগে দিল্লিতে তাঁকে দেখা গিয়েছিল এআইসিসি-র সদর দফতরে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের সাক্ষাৎপ্রার্থী ছিলেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসে ফিরে তিনি কাজ করতে ইচ্ছুক, এই বার্তাই তিনি দিয়েছেন। প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যখন নানা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় পঞ্চমুখ, সেই সময়ে প্রণব-পুত্রকে দলে ফিরিয়ে পাল্টা বার্তা দিতে চাইছে এআইসিসি-ও। বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের কলকাতায় আসার দিনক্ষণ ঠিক বলে বাকি বিষয় চূড়ান্ত হতে পারে, এমনই ইঙ্গিত মিলছে কংগ্রেস সূত্রে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)