প্রতীকী ছবি।
গঙ্গাসাগর মেলার জন্য চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করতে তৈরি রাজ্যের বিদ্যুৎ দফতর। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুক্রবার বিধানসভার মিডিয়া কর্নারে বলেন, ‘‘গঙ্গাসাগর মেলার নোডাল সংস্থা জনস্বাস্থ্য কারিগরি দফতর মেলার জন্য ৩.২১ মেগাভোল্ট বিদ্যুৎ চেয়েছে। কিন্তু আমরা ৩.২২ মেগাভোল্ট বিদ্যুৎ দিতে তৈরি।’’ মন্ত্রী আরও জানান, তাঁদের ৮৭টি পয়েন্টে আলো দিতে হবে। তার মধ্যে সাগরদ্বীপে ৫২টি, কাকদ্বীপে ২৩টি এবং নামখানায় ২২টা পয়েন্টে আলো লাগানো হবে। গঙ্গাসাগর মেলায় বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে দু’টি লাইন চালু করা হবে বলেও মন্ত্রী এ দিন জানিয়েছেন। ওই মেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য এ বছর ছ’কোটি টাকা খরচ ধরা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy