এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
ভারত-নেপাল সীমান্তে জাল আধার কার্ড তৈরির ঘাঁটিতে হানা দিয়ে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সোনাই সরকার।
পুলিশ সূত্রে খবর, নেপালের নাগরিকদের টাকার বিনিময়ে জাল আধার কার্ড বানানোর কারবার চলছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বাতাসির বদরাজোতে নকশালবাড়ি এসডিপিও নেহা জৈনের নেতৃত্বে একটি অনলাইন সেন্টারে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। তিনটি আধার কার্ড-সহ একাধিক নথিপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার, হার্ডডিক্স এবং প্রিন্টার।
পুলিশ সূত্রে খবর, ধৃত সোনাইকে ২০২৩ সালের ২ অক্টোবর এক বাংলাদেশিকে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মূলত সীমান্ত পারাপারের সুবিধার জন্য এই জাল আধার কার্ড তৈরি করা হত বলে অনুমান পুলিশের।
সাংবাদিক বৈঠক করে নকশালবাড়ি এসডিপিও নেহা জৈন বলেন, ‘‘গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই অনলাইন সেন্টারে কয়েক জন নেপালি নাগরিক উপস্থিত ছিলেন, যাঁরা টাকার বিনিময়ে জাল আধার কার্ড বানাতে দিয়েছিলেন এবং তা সংগ্রহ করতে গিয়েছিলেন। ধৃত ব্যক্তি প্রতিটি আধার কার্ড বানাতে ১০ থেকে ২০ হাজার টাকা চাইতেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy