Advertisement
E-Paper

বাংলার ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ঘরে ডেকে মোদী কী কী বললেন সুকান্তদের

লোকসভা ভোটের পর এই প্রথম বার বাংলা থেকে জয়ী বিজেপির সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে তাঁদের প্রচার করার পরামর্শ দেন নরেন্দ্র মোদী।

Modi with BJP MPs from Bengal

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার ১২ বিজেপি সাংসদ। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ২১:৫৩
Share
Save

’২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫টি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। কিন্তু, বিজেপি আটকে যায় ১২য়। সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী তাঁর ঘরে বাংলার সেই ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে দেখা করলেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শান্তনু ঠাকুর, প্রথম বারের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু অধিকারীদের সঙ্গে কয়েক মিনিট আলোচনা করেন মোদী। প্রধানমন্ত্রীর হাতে বিরসা মুণ্ডার একটি প্রতিকৃতি তুলে দেন সাংসদ খগেন মু্র্মু। বিজেপি সূত্রে খবর, দলের সাংসদদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলার উন্নয়নের জন্য কী করা যায়, তা জানাতে হবে। নিজেদের এলাকার কী কী উন্নয়ন করা যায়, সাংসদদের সেই পরিকল্পনার কথা জানাতে হবে প্রধানমন্ত্রীর দফতরে। বিজেপি সূত্রে এ-ও খবর, বাংলার ১২ জন বিজেপি সাংসদকে প্রধানমন্ত্রী বলেছেন, নিজ নিজ লোকসভা এলাকায় সকলকে ভাল করে কাজ করতে হবে। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবেই। বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং লোকসভায় বিজেপির ফলাফল নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।

লোকসভা ভোটে বাংলা থেকে আশাপ্রদ ফল করেনি বিজেপি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে দু’টি আসন পেয়েছিল পদ্মশিবির। সেখান থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা পৌঁছে যায় ১৮-তে। এ বার ৩৫ আসনের লক্ষ্য নিয়ে ঢালাও প্রচার করে বিজেপি। কিন্তু ১২টি আসন জয়ের পরেই থমকে গিয়েছে পদ্মশিবিরের জয়রথ। এই ফলাফলের পর সাংগঠনিক স্তরে কাটাছেঁড়া শুরু হয়েছে। শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের বিধানসভা ভোটের রণকৌশল তৈরির প্রক্রিয়াও।

বিজেপি সূত্রে খবর, আগামিদিনে বাংলায় আরও ভাল কাজ করার জন্য বিজেপি সাংসদদের উদ্বুদ্ধ করেছেন প্রধানমন্ত্রী। বস্তুত, লোকসভা ভোটের ফলের পর এই প্রথম বার বাংলার সব বিজেপি সাংসদ একত্রে মোদীর সঙ্গে দেখা করলেন। এই প্রেক্ষিতে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ১২ জন সাংসদকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, মানুষের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে আরও প্রচার করতে হবে। মানুষের মনে বিজেপি সম্পর্কে আস্থা তৈরিতে পদক্ষেপ করতে হবে সমস্ত জনপ্রতিনিধিকে। এক সাংসদ জানিয়েছেন, বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী দলের সাংসদদের এ-ও বলেছেন, বাংলার উন্নয়নের জন্য কী করা যায়, তা জানাতে হবে।

PM Narendra Modi BJP MP West Bengal BJP BJP

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।